চ্যাম্পিয়ন্স লিগে অধরা শিরোপার খোঁজে থাকা পিএসজির এবারের আসর মোটেও ভালো যাচ্ছে না। প্রতিযোগিতাটিতে জয় যেন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ব্যর্থতার এই বলয় ভাঙতে সাহসী ফুটবলের বিকল্প দেখছেন না লুইস এনরিকে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে নিজেদের শতভাগের চেয়ে বেশি দেওয়ার তাগিদ দিয়েছেন ফরাসি ক্লাবটির কোচ।
স্প্যানিশ ক্লাব জিরোনাকে ১-০ গোলে হারিয়ে ৩৬ দলের নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা ভালোই করে পিএসজি। কিন্তু এরপরই তাদের পথ হারানোর শুরু। পরের তিন ম্যাচের একটিও জিততে পারেনি তারা।
ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে ২-০ গোলে হারের পর ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনের সঙ্গে ১-১ ড্র করে পিএসজি। ইউরোপ সেরার মঞ্চে সবশেষ ম্যাচে স্প্যানিশ দল আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হেরে যায় তারা ২-১ গোলে।
চ্যাম্পিয়ন্স লিগে প্রথম চার রাউন্ডের তিন ম্যাচই ঘরের মাঠে খেলেছে পিএসজি। তবু তাদের এমন হাল। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে অবস্থান ২৫ নম্বরে। খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে পরের ধাপে যেতে সামনের ম্যাচগুলোতে জয় ছাড়া বিকল্প নেই লিগ আঁ চ্যাম্পিয়নদের।
সেই লক্ষ্যে মঙ্গলবার বায়ার্নের মাঠে খেলবে পিএসজি। আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। আগের দিন সংবাদ সম্মেলনে এনরিকে বললেন, অতীত ভুলে এখন নিজেদের উজাড় করে দিয়ে কেবল জিততে হবে তাদের।
“ঘরের মাঠে তিন ম্যাচসহ গত চার ম্যাচের ফলাফল ন্যায্য বা অন্যায্য যাই হোক, আমার কাছে সেটা অন্যায্যই, এটা স্পষ্ট যে, (নকআউট পর্বে) কোয়ালিফাই করার জন্য আমাদের ভালো ফল পেতে হবে।”
“নিজেদের জন্য আমরা নিজেরাই কাজটা কঠিন করে তুলেছি। ফুটবল খেলাটাই এমন। (জিততে হলে) গোল করতেই হবে। আমরা আমাদের সবটুকু দেব, সাহসী থাকব, ঝুঁকি নেব, যেমনটা আমরা সাধারণত করে থাকি।”
বায়ার্নের সঙ্গে সবশেষ তিনবারের মুখোমুখি লড়াইয়ে ফল পিএসজির জন্য সুখকর নয়; এই তিন ম্যাচেই হারের তেতো স্বাদ পেতে হয়েছে তাদেরকে। এমনকি এই ম্যাচগুলোই একটি গোলও করতে পারেনি তারা।
সব মিলিয়ে ইউরোপ সেরার মঞ্চে মুখোমুখি লড়াইয়ে সাত ম্যাচ জিতেছে বায়ার্ন, পিএসজির জয় ৬টিতে। তাই নিজেদেরকে বায়ার্নের সমানই মনে করেন এনরিকে। খেলার ধরনেও দুই দলকে একই কাতারে রাখেন তিনি।
“এটা খুব পরিষ্কার যে, আমরা উভয় দল একই রকম। আমরা বল দখলে রাখতে চাই, আক্রমণে চাপ তৈরি করি… গোলের সুযোগ তৈরি করতে পারার দিক থেকে সেরা দলগুলোর মধ্যে আছি আমরা, তবে বল তো একটাই। আর তাই যেকোনো এক দলকে ভুগতে হবেই। আমাদের কিংবা তাদের।”
“বায়ার্নের বিপক্ষে (সফল হতে) সম্ভবত আমাদের নিজেদের সীমানা ছাড়িয়ে যেতে হবে। বিশেষ করে বায়ার্নের মাঠে অনেক দৌড়াতে হবে, নিজেদের মানকে আরও উঁচুতে নিতে হবে।”
চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে দুটি করে জয়-পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে বায়ার্ন।