রবিবার

,

২২শে ডিসেম্বর, ২০২৪

ইয়ামালকে ছাড়া দলের ফর্ম নিয়ে চিন্তায় বার্সা কোচ

নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

লামিনে ইয়ামালকে ছাড়া নিজেদের যেন খুঁজে ফিরছে বার্সেলোনা। স্প্যানিশ ফরোয়ার্ডের অনুপস্থিতির প্রভাব প্রকটভাবে ফুটে উঠছে তাদের পারফরম্যান্সে। পরপর দুই ম্যাচ জিততে পারেনি দলটি। হান্সি ফ্লিকের জন্য যা এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কাতালান ক্লাবটির কোচ আশায় আছেন, দ্রুতই ফিরে দলকে কক্ষপথে ফেরাবেন ইয়ামাল।

নভেম্বরের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ম্যাচে ডান অ্যাঙ্কেলে চোট পান ইয়ামাল। সেই থেকে মাঠের বাইরে আছেন তিনি। তাকে ছাড়া যে দুটি ম্যাচ খেলেছে বার্সেলোনা, একটিও জিততে পারেনি।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জয়ের পর আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে লিগে রেয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে হারে বার্সেলোনা। সেই ম্যাচে আক্রমণভাগে ইয়ামালের অভাব ভালোই অনুভব করেছিল দল।

ওই হারের পর দলকে ইয়ামাল ছাড়া জেতা শেখার তাগিদ দিয়েছিলেন ফ্লিক। কিন্তু পরের ম্যাচেও কোচের চাওয়া পূরণ করতে পারেননি রাফিনিয়া, রবের্ত লেভানদোভস্কিরা। গত শনিবার সেল্তা ভিগোর বিপক্ষেও জিততে পারেনি তারা; ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার ব্রেস্তের বিপক্ষেও ইয়ামালকে পাবে না বার্সেলোনা। আগের দিনের সংবাদ সম্মেলনে ফ্লিকের কণ্ঠে ফুটে উঠল ইয়ামালকে ছাড়া দলের ফর্ম নিয়ে দুর্ভাবনা।

“আমরা সবাই জানি, সে (ইয়ামাল) কতটা প্রতিভাবান এবং মাঠে তার পারফরম্যান্স ম্যাচে কীভাবে প্রভাব ফেলতে পারে। লামিনের মানের একজন কেবল আরও বেশি পজেশন রাখায় সাহায্য করে না, প্রতিপক্ষের সীমানায় আরও ফাঁকা জায়গাও তৈরি হয়।”

“আমি মনে করি এবং আশা করি যে, এটিই তার মাঠের বাইরে থাকা শেষ ম্যাচ হবে। কারণ আজ তাকে (অনুশীলনে) খুব ভালো দেখাচ্ছিল, তবে আমাদের অপেক্ষা করতে হবে। আশা করছি শনিবার তাকে পাওয়া যাবে…হয়তো বদলি হিসেবে….দেখা যাক।”