ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার-সার্বিক ও সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলীসহ চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে।
বুধবার স্থানীয় সাংবাদিক মো. খালেদুজ্জামান পারভেজ বুলবুল ময়মনসিংহ জেলা ও দায়রা জজ (জ্যেষ্ঠ স্পেশাল জজ) আদালতে মামলাটি করেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী রিয়াদ মো. সাঈদ।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার ছাড়া অন্য আসামিরা হলেন- ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক।
বাদী খালেদুজ্জামান পারভেজ বুলবুল নগরীর মোহাম্মদ আলী রোডের প্রয়াত ইব্রাহিম পারভেজের ছেলে। এ ছাড়া তিনি সাপ্তাহিক পারাপার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক।
আইনজীবী সাঈদ বলেন, ওই চারজনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৪/৫ ধারায় মামলার আবেদন করা হয়। পরে জেলা ও দায়রা জজ (জ্যেষ্ঠ স্পেশাল জজ) মমতাজ পারভীন মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনীত অভিযোগ জেলা সমন্বিত দুর্নীতি দমন কর্মকর্তার কার্যালয়ে তদন্ত ও প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
তিনি বলেন, এ মামলায় সরকারি কর্মকর্তারা তাদের দায়িত্ব পালনে আরও সতর্ক হবেন। কর্মকর্তার মধ্যে যে দুর্নীতির প্রবণতা রয়েছে তা কমে আসবে।
বাদী খালেদুজ্জামান বলেন, “বিগত সরকারের আমলে ওই চার কর্মকর্তা ক্ষমতার প্রভাব খাটিয়ে ড্রেনেজ, সড়ক, বাতি ও বিল্ডিং কোড অমান্য করে বহুতল ভবন নির্মাণের অনুমতি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
“তারা নগরীসহ দেশের বিভিন্ন স্থানে বাড়ি, ফ্ল্যাট ও জমি কিনেছেন। সাধারণ নাগরিক হিসেবে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য এ মামলা করেছি। আশা করছি ন্যায় বিচার পাব।”
ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান বলেন, “নিয়ম না মেনে জিলা স্কুল মোড়ে বহুতল ভবন নির্মাণ করলে ভবন মালিক বুলবুলকে সিটি করপোরেশন থেকে নোটিস দেওয়া হয়। এ নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে তার বিরোধ রয়েছে।
“বুলবুল কর্মকর্তাদের কাছে অনৈতিক সুবিধা চেয়েছিলেন, না দেওয়ায় আদালতে অভিযোগ করেছেন। বিষয়টি আইনিভাবে মোকাবিলা করা হবে।”