শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাড়ি চাপায় কলেজ ছাত্র শারদুল আশিষ সৌরভের মৃত্যুর ঘটনায় এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৯ জনকে আসামি করে আরো একটি হত্যা মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সদর সিআর আমলি আদালতে ওই নালিশি মামলা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সদ্য নিয়োগ পাওয়া রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আশরাফুন্নাহার।
তিনি জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক।
বাদী পক্ষের আইনজীবী আল আমিন সাংবাদিকদের বলেন, “জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাসান ভূঁইয়া বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি গ্রহণ করে তা পূর্ববর্তী মামলার প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আদেশের জন্য রেখেছেন।”
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হয়েছে। এ ছাড়া সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান কামাল, সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসাইন খান, সাবেক সচিব নজরুল ইসলাম ও আব্দুস সামাদ, পুলিশের সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন, ডিআইজি আনিছুর রহমান, সাবেক পুলিশ সুপার মোনালিসা বেগমসহ পুলিশের আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামির তালিকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নামও রয়েছে।
সৌরভের মৃত্যুর ঘটনায় দুটি মামলা হল। এর আগে সৌরভের বাবা ছোহরাব হোসেন বাদী হয়ে ২৭ অগাস্ট প্রথম মামলাটি দায়ের করেন। ওই মামলায় সাবেক সংসদ সদস্যসহ ৮৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০-৩০০ আসামি করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ৪ অগাস্ট বিকালে শেরপুর শহরের খরমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের একাংশের পাল্টা মিছিল থেকে গুলি চালানো হয়। এতে কলেজ ছাত্র সবুজ ঘটনাস্থলেই প্রাণ হারায়।
ওই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বহনকারী সরকারি গাড়িচাপায় প্রাণ হারায় কলেজ ছাত্র শারদুল আশিষ সৌরভ (২২) ও মাহবুবুল আলম (১৯)।