গরমে যেমন কাপড় জড়িয়ে রাখতে মন চায় না, তেমনি শীতে একটু বেশি কাপড় জড়াতে হয় শরীরে। বেশি পােশাকের কারণে তাই স্টাইল নিয়ে বিপদে পড়তে হয়। অধিকাংশ ফ্যাশন ডিজাইনাররা বলেন, ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট করার আসল সময় হল শীতকাল। আসুন জেনে নেওয়া যাক শীতের ফ্যাশন সংক্রান্ত কিছু টিপস।
১. স্কার্ফ
স্কার্ফ শীতকালের ফ্যাশনে খুবই কমন। শীতের জায়গায় বেড়াতে গেলে অবশ্যই সঙ্গে উলের স্কার্ফ রাখুন। শার্ট বা পুলওভারের সঙ্গেও ক্যারি করতে পারেন স্কার্ফ। আর ফেব্রিক স্কার্ফ হলে তা মাথায় জড়িয়ে নিতে পারেন, এতে কানে ঠান্ডা লাগবে না।
২. লং কোট
লং কোট পরার একটাই সময়, সেটা শীতকাল। শীতকালে ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে একরঙা লং কোটের জুড়ি মেলা ভার। স্মার্ট ক্যাসুয়াল লুক পেতে ফ্লোরাল লং কোট পরতে পারেন।
৩. শাল
শাল শুনেই মনে হচ্ছে তো সেই পুরনো আমলের দাদা-দাদীর ব্যবহার করা শাল? আজকের দিনে ব্যপারটা কিন্তু আর মোটেও সেরকম নয়। শালকে এখন বিভিন্ন প্যাটার্নে এমনভাবে স্টিচ করা হচ্ছে যাতে করে সাবেক শালেই বদলে যেতে পারে ফ্যাশন ট্রেন্ড। এই যেমন ধরুন, একটা শালের দুধারে এমন পকেট বানিয়ে নিলেই তা দিতে পারে এক অন্যরকমের জ্যাকেট লুক। সেটাকে আবার গায়ের ওপর ফেলে দিলেই হয়ে যাবে শাল। এছাড়া শাল বা চাদরকে একটু অন্যরকমভাবে স্টাইলআপ করার জন্য সেটাকে আপনারা পরতে পারেন বেল্ট দিয়ে। একটা পুলওভার বা ফুল শার্ট পরে নিয়ে তার ওপর থেকে গলার দু-পাশ থেকে শালটা নিয়ে কোমরে বেল্ট পরে নিন। স্মার্ট ক্য়াসুয়াল এই লুকে যেতে পারেন আউটিং-এ।
৪. উলের কুর্তি
অনেকের কাছেই ফ্যাশন মানে কিন্তু কমফর্ট। পোশাক যদি আরামদায়কই না হয়, তাহলে আর স্টাইল কীসে! আর তাই এমন মানুষের জন্য শীতের পোশাকে সেরা হল উলের কুর্তি। এখন বাজারে বিভিন্ন ডিজাইনে সুতোর কাজ করা উলের কুর্তি পাওয়া যায়। প্রচন্ড ঠান্ডায় মোটা উলের কুর্তি পরলে আরাম পাবেন সঙ্গে স্টাইলও হবে।
৫. স্পোর্টস শু ফ্যাশান
শীতকাল মানেই পিকনিক, আউটিং আরও কত কি, তাই শীতের দিনে নর্মাল স্যান্ডেল পরার মতো ভুল কেউই করবেন না, তাহলে কিন্তু গোটা সাজটাই মাটি হয়ে যাবে। আর সেজন্যই ট্রাই করতে পারেন রঙবেরঙের স্পোর্টস শ্যু। এতে আপনার স্টাইলও হল সেইসঙ্গে কমফোর্টও রইল।
সর্বপরি শীতের ফ্যাশনে গুরুত্বপূর্ণ হল ঠান্ডা থেকে কীভাবে নিজেকে বাঁচানো যায়, সেই চেষ্টা করা। ঠান্ডার হাত থেকে নিজেকে বাঁচিয়ে তবেই স্টাইল করুন, সুস্থ থাকুন।