রবিবার

,

২২শে ডিসেম্বর, ২০২৪

এবার বোমা হামলার হুমকিতে ৫ মার্কিন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা

নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

দুদিন আগে যুক্তরাষ্ট্রে নিবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হবু প্রশাসনের সদস্যরা বোমা হামলার হুমকি পাওয়ার পর এবার একই হুমকিতে পড়েছেন অন্তত পাঁচজন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা।

স্যোশাল মিডিয়া ও স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে কনেটিকাট রাজ্যের এই পাঁচ আইনপ্রণেতা বৃহস্পতিবার জানিয়েছেন, তারা তাদের বাড়িতে বোমা হামলার হুমকি পেয়েছেন। তবে কোনও বিস্ফোরক ডিভাইস খুঁজে পাওয়া যায়নি।

থ্যাকসগিভিং ডে তে এক বিবৃতিতে এই হুমকি পাওয়ার কথা জানান এই আইনপ্রণেতারা। তারা হলেন- রিপ্রেজেন্টেটিভ জিম হিমস, জাহানা হেজ, জন লারসন, জো কার্টনি এবং সিনেটর ক্রিস মরফি।

জিম বলেন, “এ দেশে রাজনৈতিক সহিংসতার কোনও স্থান নেই। তাই আশা করি আমরা সবাই হয়ত ছুটির এই মৌসুম শান্তিতে কাটাতে পারব।”

জাহানা হেজ বলেন, থ্যাংসগিভিং ডে’র সকালেই পুলিশ তাকে জানিয়েছে যে, তারা একটি ইমেইল পেয়েছে। “তাতে বলা হয়েছে, আমার বাড়ির মেইল বক্সে একটি পাইপ বোমা রাখা আছে। তবে কোনও বোমা বা বিস্ফোরক খুঁজে পাওয়া যায়নি। তদন্ত চলছে।”

ওদিকে, কনেটিকাটের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সিনেটর ক্রিস মর্ফিকেও বোমা হামলার নিশানা করা হয়েছে। তবে এ ব্যাপারে জানতে চাওয়া হলে ক্যাপিটলের পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু বলেনি।

এর আগে ট্রাম্পের মন্ত্রিসভার মনোনীতদের বেশ কয়েকজন মঙ্গলবার রাত এবং বুধবার সকালে হুমকি পান। তাদের ওপর বোমা হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া ছাড়াও ‘সোয়াটিং’ অর্থাৎ, ভুয়া ফোনকল করে বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করারও হুমকি দেওয়া হয়।

ট্রাম্প নিজেও গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনি প্রচার চালানোর সময় একাধিকবার হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। প্রথমবার এমন হত্যাচেষ্টা চলে গত ১৩ জুলাই পেনসিলভেইনিয়ার জনসভায়।

২০ বছরের এক তরুণের গুলি থেকে অল্পের জন্য সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন ট্রাম্প। তার ডান কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল গুলি।

এরপর গত ১৫ সেপ্টেম্বরে ফ্লোরিডায় ট্রাম্পের গলফ ক্লাবের কাছে একটি রাইফেল নিয়ে ঝোপে লুকিয়ে ছিল আততায়ী। অবশ্য সে গুলি চালানোর আগেই তাকে ধরে ফেলে সিক্রেট সার্ভিস এজেন্টরা।