বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

ক্রেডিট কার্ডের সুদহার বেড়ে হলো ২৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনে যারা ঋণ নিচ্ছেন, তাদের জন্য দুঃসংবাদ। আগামী ১ জানুয়ারি থেকে গুনতে হবে বাড়তি ৫ শতাংশ সুদ। কেননা ক্রেডিট কার্ডে অর্থ ব্যবহারে গ্রাহকের ব্যয় অর্থাৎ সুদহার বিদ্যমান ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। নতুন এই সুদহার আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। রবিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এ নির্দেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সুষ্ঠু ঋণঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং নীতি সুদহার ও ব্যাংকগুলোর ক্রমবর্ধমান তহবিল ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার লক্ষ্যে ক্রেডিট কার্ডের ওপর সুদহার সর্বোচ্চ ২৫ শতাংশ নির্ধারণ করা হলো। ব্যাংকগুলো ঋণের চাহিদা ও ঋণযোগ্য তহবিলের জোগান সাপেক্ষে এ সীমার মধ্যে ক্রেডিট কার্ডের সুদহার নির্ধারণ করবে। ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো ক্রেডিট কার্ডে তাদের বিনিয়োগের ক্ষেত্রেও এ নির্দেশনা অনুসরণ করে মুনাফার হার নির্ধারণ করবে। ক্রেডিট কার্ডের সুদহারের ক্ষেত্রে আগের প্রজ্ঞাপনে দেওয়া অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। নতুন এ নির্দেশনা ২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সবগুলো ব্যাংকের ইস্যু করা সক্রিয় ক্রেডিট কার্ডের সংখ্যা ২৫ লাখ ৪৪ হাজার ৭৭৪টি। সেপ্টেম্বর মাসে ওই সব কার্ডে লেনদেন হয়েছে ৫০ লাখ। এসব লেনদেনের সম্মিলিত আর্থিক পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা।

বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহার করে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন ডিপার্টমেন্ট স্টোরে।