নব নির্বাচিত আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানীজ-আমেরিকান ব্যবসায়ী বালোস মাসাদকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ও আরব বিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন। রোববার নিজের ভ্যারি ফাইড সোশ্যাল মিডিয়া ট্রুথ- এক পোস্টে ট্রাম্প একথা জানিয়েছেন। মাসাদের ছেলে মাইকেল ট্রাম্পের মেয়ে স্টিফানি’র স্বামী। নিউইয়র্ক টাইমস এই খবর জানায়।
মাত্র একদিন আগে তিনি তার মেয়ে ইভাঙ্কার শ্বশুর চার্লস কুশনারকে ফ্রান্সে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন।
নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ‘সোশ্যাল ট্রুথ’-এ বোলোসের নিয়োগের কথা ঘোষণা করে ট্রাম্প বলেছেন, ‘মাসাদ বোলোসকে আরব ও মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে পেয়ে আমি গর্বিত। তিনি দীর্ঘদিনের রিপাবলিকান এবং রক্ষণশীল মূল্যবোধের প্রবক্তা। নির্বাচনের আগে আরব-আমেরিকান সম্প্রদায়ের সঙ্গে নতুন জোট গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’
বোলোস ট্রাম্পের মেয়ে টিফানির স্বামী মাইকেলের বাবা। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় তিনি সক্রিয় ছিলেন। বিশেষ করে, ইসরায়েল ও লেবাননে হামলার জন্য বাইডেনের ওপর ক্ষুব্ধ মুসলিমদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকের আয়োজন করেন বোলোস। এ কৌশলের ফলে অনেক মুসলিম সংগঠন ট্রাম্পকে সমর্থন করে। আরব-আমেরিকান মুসলিম ভোটারদের মন জয় করায় বোলোসকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাসাদের বাবা এবং দাদা উভয়ই লেবাননের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার শ্বশুর লেবাননের রাজনৈতিক দল ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্টের অর্থের যোগনদাতা। এটি হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি খ্রিষ্টান দল।
উল্লেখ্য, চার্লস কুশনার ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার শ্বশুর। তার ছেলে জেরার্ড কুশনার ইভাঙ্কার স্বামী।
আগামী ২০ জানুয়ারি ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। ইতোমধ্যে তিনি তার মন্ত্রিসভা প্রায় গুছিয়ে ফেলেছেন। তবে তার মন্ত্রিসভার সদস্যদের ব্যাপারে এরই মধ্যে নানা ধরনের অভিযোগ উঠেছে। এরই মধ্যে নিজের দুই বেয়াইকে প্রশাসনের গুরুত্বপূর্ণ দুই দায়িত্বে বসানোর ঘোষণা দিলেন।