বুধবার

,

৪ঠা ডিসেম্বর, ২০২৪
Search
Close this search box.

রাশিয়ার প্রতিরক্ষা বাজেটে রেকর্ড ব্যয় অনুমোদন করেছেন পুতিন

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

রাশিয়ার ২০২৫ সালের মোট বাজেটের এক তৃতীয়াংশ প্রতিরক্ষা খাতে ব্যায়ের জন্য বরাদ্দ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রতিরক্ষা খাতে এটি রাশিয়ার ইতিহাসের সর্বোচ্চ বাজেট। রবিবার প্রকাশিত জাতীয় বাজেটি চিত্রে দেখা গেছে, প্রতিরক্ষা খাতে রেকর্ড প্রায় এক’শ ২৬ বিলিয়ন বরাদ্দ করা হয়েছে, যা মোট সরকারি ব্যয়ের ৩২.৫ শতাংশ। এটি আগের বছরের চেয়ে প্রায় ২৮ বিলিয়ন ডলার বেশি। রাশিয়ার দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উভয় কক্ষে বাজেটটি পাশ হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। বর্তমানে রাশিয়া কুর্স্ক অঞ্চলকে রক্ষার জন্য যুদ্ধ করছে, যেটি এই বছর রাশিয়া থেকে ইউক্রেন দখল করছে। যদিও পশ্চিমা মিত্র থেকে ইউক্রেন বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য পাচ্ছে, তবুও ইউক্রেন জনশক্তি এবং বস্তুগত কারনে যুদ্ধে অনেকটা পিছিয়ে। তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট থেকে কেমন সাহায্য আসতে পারে, সেই বিষয়টি অনিশ্চিত।

অন্যদিকে রাশিয়ার প্রচুর অস্ত্র, বারুদ এবং জনশক্তি থাকলেও যুদ্ধের চাপ সামলাতে গিয়ে অর্থনীতি এবং জনসংখ্যার উপর চাপ বৃদ্ধি পাচ্ছে।

গত দুইবছরে রাশিয়া প্রচুর পরিমাণে সামরিক ব্যয় বৃদ্ধি করেছে। ফলে রাশিয়ার অর্থনীতিতে মুদ্রাস্ফীতি, শ্রমিক সংকট সহ বিভিন্ন অস্থিরতা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ২১% বৃদ্ধি করেছে যা এই দশকের সর্বোচ্চ হার।

অন্যদিকে ইউক্রেন তার মিত্রদের থেকে উল্লেখযোগ্য সামরিক সহায়তা পাচ্ছে। গত সোমবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ইউক্রেনের জন্য ৬৮৪ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা করেন।