বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ট্রাম্পের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের আগে জিম্মিদের মুক্তি দিতে হামাসকে হুমকি দিলেন নব নির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘২০ জানুয়ারি ২০২৫, যেদিন আমি গর্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করব, তার আগে যদি বন্দীদের মুক্তি না দেওয়া হয়, তবে মধ্যপ্রাচ্য এবং মানবতার বিরুদ্ধে এই নৃশংসতার জন্য যারা দায়ী তাদের সবার বিরুদ্ধে চরম প্রতিশোধ নেওয়া হবে। এসবের জন্য দায়ীদের এমনভাবে আঘাত করা হবে, যা যুক্তরাষ্ট্রের দীর্ঘ ইতিহাসেও কখনো দেখা যায়নি।’

‘জেরুজালেম পোস্ট’র এক প্রতিবেদনে আজ একথা বলা হয়েছে।’

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ২৫০ জনের বেশি ইসরায়েলি ও বিদেশি নাগরিক গাজায় বন্দি রয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন আমেরিকান-ইসরায়েলি দ্বৈত নাগরিকও রয়েছেন। ধারণা করা হচ্ছে, বর্তমানে গাজায় আটক ১০১ জন বিদেশি ও ইসরায়েলি বন্দীর অর্ধেকেরও বেশি জীবিত আছেন।

এদিকে মার্কিন সিনেটর এবং ট্রাম্পের ঘনিষ্ট হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির রানীতিবিদ লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাতকারে বলেছেন, গাজায় জিম্মিদের মুক্তি এবং সেখানে একটি যুদ্ধবিরতির জন্য ট্রাম্প আগের চেয়ে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ। এমনকি তিনি চাইছেন, প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই যেন এই ব্যাপারে সুরাহা হয়।

উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের হামলায় ১,২০০ জনেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলি হামলায় গাজায় ৪৪,৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।