বৃহস্পতিবার

,

২৬শে ডিসেম্বর, ২০২৪

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কম্পিউটার পণ্য তৈরি করছে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিশ্ববিখ্যাত এসিসি ব্র্যান্ডের কম্পিউটার পণ্য পণ্য তৈরি করছে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইতালির পঞ্চাশ বছরেরও বেশি পুরনো কোম্পানি এসিসি। সম্প্রতি এই কোম্পানির কম্পিউটার পণ্য উন্মোচন করেছে বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদনকারী, বাজারজাতকারী এবং রপ্তানিকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ। এখন থেকে ওয়ালটন ব্র্যান্ডের পাশাপাশি এসিসি ব্র্যান্ডেও প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ, ডেস্কটপ, মনিটরসহ বিভিন্ন কম্পিউটার পণ্য উৎপাদন ও বাজারজাত করবে তারা।

রাজধানীর এক হোটেলে জমকালো আয়োজনে এই উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এমআইএসটির কমান্ডান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিন, বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, ওয়ালটন ডিজি-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন ও রফিকুল ইসলাম।

২০২২ সালে এসিসিসহ অর্ধশতাধিক বছরের ঐতিহ্যবাহী ইউরোপীয় তিনটি ইলেকট্রনিকস ব্র্যান্ডের স্বত্ব লাভ করে ওয়ালটন। ইতোমধ্যেই এসিসি ব্র্যান্ডে টেলিভিশন, এয়ারকন্ডিশনার এবং ওয়াশিং মেশিন বাজারজাত শুরু করেছে ওয়ালটন। এবার প্রতিষ্ঠানটি ক্রেতাদের জন্য এসিসি ব্র্যান্ডে কম্পিউটার পণ্য উৎপাদন ও বাজারজাত করতে যাচ্ছে।

প্রাথমিকভাবে এসিসি ব্র্যান্ডের জন্য ৪ মডেলের ল্যাপটপ, ২ মডেলের ডেস্কটপ এবং ১ মডেলের মনিটর উৎপাদন করতে যাচ্ছে ওয়ালটন। এসিসি ব্র্যান্ডের ল্যাপটপ এবং ডেস্কটপগুলোতে ব্যবহৃত হয়েছে বিশ্বখ্যাত চিপসেট নির্মাতা ইন্টেলের থারটিন এবং ফোরটিন জেনারেশন এবং এআই আল্ট্রা চিপসেটসমৃদ্ধ কোরআই থ্রি, কোরআই ফাইভ এবং কোরআই সেভেন প্রসেসর। পর্যায়ক্রমে এসিসি ব্র্যান্ডের অন্যান্য আইটি পণ্যও উৎপাদন করবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ ।

ওয়ালটনের সঙ্গে এসিসির অংশীদারত্ব তাদের পণ্যের মান ও উৎপাদন ক্ষমতা আরো বাড়িয়েছে। এসিসি এখন ওয়ালটনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার গ্রাহকদের ইউরোপীয় মানের পণ্য সরবরাহ করছে।