বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় আন্তবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা ফাইনাল ম্যাচ উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী দল ট্রাইব্রেকারে ৪-৩ গোলে বাংলাদেশ সেনাবাহিনী দলকে হারিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ নৌবাহিনী দলের গোলরক্ষক এম শহিদুল আলম সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর চিফ কনসালটেন্ট জেনারেল মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
১ হতে ৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত আন্ত:বাহিনী ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী দল অংশগ্রহণ করে।