এজ ব্রাউজারে নতুন এআই ফিচার কোপাইলট ভিশন চালু করেছে মাইক্রোসফট। কোপাইলট ভিশন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী ওয়েবসাইট থাকা সব কনটেন্ট থেকে সঠিক তথ্য খুঁজে পেতে বা নির্দেশনা নিতে চ্যাটের মাধ্যমে সাহায্য নিতে পারবে। জানা গেছে, নতুন এআই ফিচারটি কোপাইলট ল্যাবসের প্রকল্পের অংশ। যা এখন শুধু মাইক্রোসফট এজ ব্রাউজার ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে।
ডিজিটাল সঙ্গী কোপাইলট ভিশন ফিচারটি বর্তমানে সীমিত পরিসরে ব্যবহার করা যাচ্ছে। ব্যবহারকারীরা এটি শুধু এজ ব্রাউজার এবং নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন।
মাইক্রোসফট জানিয়েছে, আগামীতে ফিচারটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আমেরিকার কোপাইলট প্রো গ্রাহকরা মাসিক ২০ ডলার ফি দেয়ার মাধ্যমে কোপাইলট ভিশনের সঙ্গে অতিরিক্ত কিছু স্পেশাল সুবিধা পাবেন।
মাইক্রোসফটের তথ্য মতে, ফিচারটি ব্রাউজারে সেশন হিসেবে আলাদাভাবে ম্যানুয়ালি চালু করতে হয়। যাকে মাইক্রোসফট ‘অপ্ট-ইন’ নাম দিয়েছে। এতে ব্যবহারকারীর অনুমতি নিয়ে ডাটা এনালাইসিস করে এআই ফিচারটি। প্রতিটি সেশন শেষ হলে ব্যবহারকারীর চ্যাট ডাটা সক্রিয়ভাবে মুছে ফেলা হয়।
ডাটা সুরক্ষা বিষয়ে মাইক্রোসফট বলছে, কোপাইলট ভিশন শুধু ওয়েবসাইট থেকে টেক্সট এবং ইমেজ বা ছবি বিশ্লেষণ করে থাকে। এছাড়া প্রশিক্ষণ বা প্রসেসিংয়ের জন্য অন্য কোনো ডাটা ব্যবহার বা সংরক্ষণ করে না ফিচারটি ।