দিল্লি চলো স্লোগান নিয়ে বিক্ষোভ শুরু করেছে ভারতের পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন অঞ্চলের কৃষকেরা। ফসলের ন্যায্য দাম পাওয়ার দাবি নিয়ে দলে দলে তারা যোগ দেন এই বিক্ষোভে। এ নিয়ে দিল্লিসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে মোদি প্রশাসন।
বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে। কৃষকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বেশ কয়েকজন কৃষককে আটক করেছে পুলিশ। পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে শম্ভু এলাকার কাছে জাতীয় মহাসড়কে শুক্রবার সংঘর্ষের এই ঘটনা ঘটে। উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে পাঞ্জাব-হরিয়ানাজুড়ে।
এদিকে সংঘর্ষের ঘটনার পর সাময়িকভাবে বিক্ষোভ প্রত্যাহার করে নেন কৃষকরা। তারা জানিয়েছেন, অন্তত ১০ জন কৃষক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন গুরুতর আহত হন।
কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বলেন, ‘আমাদের বিরুদ্ধে পূর্ণ শক্তি প্রয়োগ করেছে পুলিশ। আমরা বেশ সুশৃঙ্খল ছিলাম এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম। আমরা জানতাম যে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করতে পারব না। তাই আমরা আজকের জন্য বিক্ষোভ প্রত্যাহার করেছি।
পুলিশ জানিয়েছে, অশান্তির আশঙ্কায় হরিয়ানার আম্বালায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা জারি করা হয়েছে। ফলে একসঙ্গে পাঁচজনের বেশি জমায়েত করতে পারবেন না।
কৃষকদের এই দিল্লি অভিযানের মধ্যেই কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী জানিয়েছেন, সরকার আলোচনা করতে রাজি।