রবিবার

,

২২শে ডিসেম্বর, ২০২৪

আই-লাইনার ট্রিকসে সহজ চোখের মেকআপ

সুমাইয়া তাজিন সুমি
ছবি: সংগৃহীত

চোখ মনের কথা বলে। ব্যক্তিত্বকেও ফুটিয়ে তোলে। তাই চোখে চোখ রেখে কথা বলার সময় নিজেকে আরেকটু আকর্ষণীয় করে তুলতে চায় অধিকাংশ নারী। যাদের চোখ বড়, তাদের চোখ আঁকলে খুব সুন্দর দেখায়। কিন্তু যাদের চোখ ছোট, তারা কি মন খারাপ করে বসে থাকবেন। কোনো উপায় কি নেই? আছে, শুধুমাত্র তাদের জন্য সহজ কিছু আই-লাইনার ট্রিকস-

ঘন কালো রঙের আই-লাইনার লাগালে তা চোখের আকৃতিকে প্রমিনেন্ট করে। কিন্তু আপনার চোখ যদি বড় দেখাতে চান তাহলে আপনার চোখের ওয়াটার লাইনে সাদা বা ন্যুড আইলাইনার অ্যাপ্লাই করুন। এতে চোখের মেকাআপ যেমন খুলবে, তেমনই চোখের আকার অনেকটা বড় দেখাবে। অনেকে সাদা আই-লাইনার ব্যবহার করতে পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনি ফ্লেশ-টোনড লাইনার অবশ্যই অ্যাপ্লাই করুন।

চোখে যদি ডার্ক বা কালো রঙের আই-লাইনার লাগাতে চান তাহলে কাজল কখনওই চোখের কোণা থেকে পরবেন না, চোখের কোণা থেকে খানিকটা দূর থেকে লাইনার আঁকুন। এতে করে চোখ অনেকটাই বড় লাগবে এবং আপনাকে লাগবে মোহময়ী। তবে চোখের কোলটা এভাবে তো আর খালি রাখা যায় না, সেক্ষেত্রে চোখের কোণায় শিমারি-বেজ আইশ্যাডো বা আই লাইনার অ্যাপ্লাই করে নিন। আপনার চোখ যেমন বড় দেখাবে তেমনই দেখতে লাগবে উজ্জ্বলও।

আপনার স্কিন টোনের ওপর ভিত্তি করে সঠিক আই-লাইনার বেছে নিতে হবে। যাদের স্কিনটোন হালকা, তাদের জন্য কালো রঙের লাইনার একটু ক্যাটক্যাটে হতে পারে, সেজন্য মিডিয়াম ব্রাউন বা নীলের কোনও শেড ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে স্মাজ ব্রাশের সাহায্যে তা অ্যাপ্লাই করা যেতে পারে। এতে আপনার চোখের মেকআপ হবে নজরকাড়া। তবে যাদের স্কিন টোন একটু ডার্ক, তারা কিন্তু রিচ ব্রাউন বা ব্ল্যাক লাইনারও ব্যবহার করতে পারেন, এতে করে তা আপনার স্কিন টোনকে কমপ্লিমেন্ট করবে এবং চোখও দেখাবে উজ্জ্বল।

আইশ্যাডো লাগানোর সময় স্মোকি আই করুন, এতে চোখের আউটার পার্টে ডার্ক শ্যাডো লাগিয়ে আইলিডে লাইট শিমার ব্যবহার করতে পারেন। আইলিড হাইলাইট করলেও চোখ বড় দেখায়। এতে আইলিডে কনসিলার লাগিয়ে নিন, চোখ অনেক বড় দেখাবে। আপনার চোখের নিচের অংশ যদি ফোলা হয়, তাহলে সেই ফোলাভাব কমাতে ভালো মানের সিরাম বা আই জেল ব্যবহার করুন। সবশেষে মাসকারা লাগাতে কিন্তু ভুলবেন না।