নতুন বছরের শুরুতেই টালিউডে অভিষেক হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির। চিত্রনায়ক সোহমের সঙ্গে ‘ফেলুবক্সী’ নামের এই সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে আগামী ১৭ জানুয়ারি।
‘লাবণ্য’ চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। এতে আরও অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।
সিনেমাটি নির্মাণ করেছেন দেবরাজ সিনহা। সিনেমাটি থ্রিলার ঘরানার। নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। ফেলুবক্সী চরিত্রটি স্মার্ট এবং প্রযুক্তির সঙ্গে আপডেটেড। সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে এবং বিভিন্ন রহস্যের সমাধান করতে ভালোবাসেন। যে রহস্যের কেন্দ্রে থাকেন পরীমনি।
ছবিতে কাজ করা প্রসঙ্গে পরীমনি বলেন, ‘লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, তখন মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল, এটা আমি ফুটিয়ে তুলতে পারব। সেই কারণে চরিত্রটা করেছি। কতটা ভালো পেরেছি বা পারছি, সেটা দর্শক বলবে। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে।’
এর আগে ঢাকা-কলকাতা যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন পরীমনি। তবে, এই প্রথমবার কলকাতার প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করছেন এই নায়িকা।