মঙ্গলবার

,

৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫

আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ নারী দলকে হোয়াইটওয়াশ করলো সফরকারী আয়ারল্যান্ড। সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ড নারী দল ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। প্রথম দুই ম্যাচ ১২ ও ৪৭ রানে হেরেছিলো টাইগ্রেসরা। তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে হারলো বাংলাদেশ। এ বছর টানা তিনটি দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা। এর আগে দেশে গত মার্চে অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচ এবং এপ্রিলে ভারতের কাছে পাঁচ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ।

এছাড়া এ বছর ঘরের মাঠে ১১টি টি-টোয়েন্টি খেলে একটিও জিততে পারেনি বাংলাদেশ নারী দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৪ ওভারে ৩৩ রান করলে প্রথম উইকেটের পতন। ২টি চারে ১২ বলে ১২ রান করেন ওপেনার মুরশিদা খাতুন।

দ্বিতীয় উইকেটে আয়ারল্যান্ডের বোলারদের বিপক্ষে কিছুটা আধিপত্য বিস্তার করে খেলেন সোবহানা মোস্তারি ও শারমিন আকতার। ৫৮ বলে ৭১ রানের জুটি গড়ে ১৩তম ওভারে বাংলাদেশের রান পৌছে ১০০ ঘরে।

১৪তম ওভারে শারমিনের আউটের পর পথ হারায় বাংলাদেশ। শেষ ৬ ওভারে মাত্র ১৯ রানে ৫ উইকেটের পতন হয়। ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৪৭ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। অষ্টম ওভারের চতুর্থ বলে বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন অফ-স্পিনার জান্নাতুল ফেরদৌস। ওপেনার এমি হান্টারকে ২৮ রানে থামান জান্নাতুল।

দলীয় ৫৫ রানে আয়ারল্যান্ডের প্রথম উইকেটের পতন হয়। ৭০ রানে চতুর্থ উইকেটে পতন ঘটায় তারা। এসময় অধিনায়ক ও ওপেনার গ্যাবি লুইসকে ২১ এবং প্রেন্ডারগাস্টকে ১১ রানে আউট করেন লেগ-স্পিনার রাবেয়া খান। রানের খাতা খোলার আগেই রান আউট হন লি পল।

পঞ্চম উইকেটে ৩৩ রানের জুটিতে আয়ারল্যান্ডকে লড়াইয়ে রাখেন লরা ডিলানি ও রেবেকা স্টোকেল। শেষ ২ ওভারে ৬ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য ২১ রান প্রয়োজন হয় আয়ারল্যান্ডের।

১৯তম ওভারের প্রথম বলে ২২ বলে ১৯ রান করা রেবেকাকে আউট করে জুটি ভাঙেন স্পিনার নাহিদা আকতার। ঐ ওভারের পরের পাঁচ বল থেকে ৬ রান তুলে আইরিশরা।

লেগ-স্পিনার স্বর্ণা আকতারের করা শেষ ওভারের প্রথম বলে আউট হন আরলিনা কেলি। দ্বিতীয় বলে ২ রান নেন ডেলানি। তৃতীয় থেকে পঞ্চম বলে টানা তিন চার মেরে আয়ারল্যান্ডের দারুণ এক জয় উপহার দেন ডেলানি। ৪টি বাউন্ডারিতে ৩১ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা ডেলানি।

রাবেয়া নিয়েছেন ২ উইকেট। ৫৪ রান ও ১০ উইকেট নিয়ে সিরিজ সেরা হন আইরিশ অলরাউন্ডার প্রেন্ডারগাস্ট।