জাতীয় দলের অন্যতম ওপেনার তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেল চট্টগ্রাম বিভাগ।
টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার চট্টগ্রাম ১২ রানে হারিয়েছে সিলেট বিভাগকে। তামিম ৬৫ রান করেন ৩৩ বলে। সিলেটের হয়ে ব্যাট হাতে ৩৬ বলে ৭৬ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি ওপেনার তৌফিক খান তুষার।
সিলেট একাডেমি গ্রাউন্ডে কুয়াশার কারণে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪১ বলে ৮০ রানের সূচনা করে চট্টগ্রাম। ১৭ বলে ২৯ রান করে ফিরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে শক্ত হাতে হাফ-সেঞ্চুরি তুলে নেন তামিম। ৮টি চার ও ৩টি ছক্কায় ৩৩ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তামিম।
তামিম-মাহমুদুলের পর চট্টগ্রামের হয়ে দুই অংকের দেখা পান সাব্বির হোসেন। ১২ বলে ১৫ রান করেন তিনি। এতে ১৫ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান করে চট্টগ্রাম। সৈয়দ খালেদ আহমেদ ৪টি উইকেট নেন।
জবাবে ওপেনার তৌফিক খানের ঝড়ো ব্যাটিংয়ে ১০ ওভারে ১শ রানে পৌঁছে জয়ের স্বপ্ন দেখছিলো সিলেট। কিন্তু ১১তম ওভারের তৃতীয় বলে তৌফিক আউট হলে সিলেটের জয়ের আশা শেষ হয়ে যায়। ১৪.২ ওভারে ১৩৩ রানে অলআউট হয় সিলেট।
৭টি চার ও ৬টি ছক্কায় ৩৬ বলে ৭৬ রান করেন তৌফিক। হাসান মুরাদ ও নাইম হাসান ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন তামিম।
দুই ম্যাচে চট্টগ্রামের এটি প্রথম জয় এবং দু’টিতেই হারল সিলেট।