সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার আয়োজনে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে একটি অনুষ্ঠান। নিউইয়র্ক সময় ১৩ ডিসেম্বর রাত ১০টায় এই অনুষ্ঠানটির সূচনা হয় মুক্তিযোদ্ধা সমাবেশের মধ্য দিয়ে। এরপর ছিল বিশেষ একটি পরিবেশনা।
জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শহীদ বুদ্ধিজীবী স্মরণে করা হয় প্রদীপ প্রজ্জ্বলন। প্রদীপ প্রজ্জ্বলন করেন শহীদ সাংবাদিক সিরাজউদ্দীন হোসেন এর দুই সন্তান সেলিম রেজা নূর ও শাহিদ রেজা নূর। সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন আবৃত্তি শিল্পী মিথুন আহমেদ। অন্যতম সংগঠক হিসেবে ছিলেন মিনহাজ আহমেদ শাম্মু।
বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আনোয়ার বাবলু, শওকত আকবর রিচি ও তাজুল ইমাম উপস্থিত ছিলেন। আরও ছিলেন ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগ নেতা ডা. মাসুদুল হাসান, প্রদীপ কর, কবি হাসানআল আব্দুল্লাহ সহ অনেকে।
অনুষ্ঠানে আরও ছিল স্বাধীনতা শব্দের রণসংগীত, আলোক শোকযাত্রা, গণসঙ্গীত, নাট্য সংলাপ, নৃত্যালেখ্য এবং চিত্র প্রদর্শনী। সঙ্গীত পরিবেশন করেন দিনাত জাহান মুন্নী, শাহ মাহবুব, কৃষ্ণা তিথী, অর্ঘ্য সারথি শিকদার সহ অনেকে। আবৃত্তিসহ অন্যান্য পরিবেশনায় অংশ নেন লুৎফুন নাহার লতা, মুমু আনসারি, পারভীন সুলতানা, তাহরিনা পারভীন প্রীতি ও স্বাধীন মজুমদার। এ ছাড়া ছিল আনন্দধ্বনি ইউএসএ এবং শিশুদের অংশগ্রহণে পরিবেশনা।
প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও নিউইয়র্কের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।