আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর থেকেই বাড়ছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। প্রতিদিনই রেকর্ড ভাঙছে এর দাম। সে ধারাবাহিকতায় নতুন রেকর্ড ছুঁয়েছে বিটকয়েন। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এক লাখ ডলারের বিটকয়েনের দর আরও ছয় শতাংশ বাড়লো। সাম্প্রতিক ঊর্ধ্বগতির কারণে প্রতিষ্ঠার পর এবারই প্রথম মূলধারার মুদ্রাবাজারে অনেকটা গ্রহণযোগ্যতা পেয়েছে বিটকয়েন। বিনিয়োগকারীদের আশা, বছর শেষের আগেই প্রতি বিটকয়েনের মূল্য পৌঁছে যাবে এক লাখ ২০ হাজার ডলারে।
চলতি বছর এখন পর্যন্ত বিটকয়েনের ঊর্ধ্বগতির হার ১৯২ শতাংশ। বিনিয়োগকারীদের একজন বলেন, ‘আশা করছি আমরাই প্রথম এ ধারণা গ্রহণ করছি এবং এ ধারা বজায় রাখতে পারবো। বিটকয়েনের ব্যবহার সমাজে সাধারণ গ্রহণযোগ্যতা পাচ্ছে বলে ধীরে ধীরে মানুষ আরও বেশি এটি ব্যবহার করবে।’
ট্রাম্প সম্প্রতি ঘোষণা দেন দেশটির কৌশলগত তেলের মজুতের মতোই ডিজিটাল মুদ্রারও জাতীয় মজুত গড়ে তোলার।
বিনিয়োগকারীদের একজন বলেন, ‘আমেরিকায় জানুয়ারিতে যে নতুন সরকার আসতে যাচ্ছে, তাদের কারণে মানুষ যতোটা না ভাবছে, তার চেয়েও বেশি গতিতে এর প্রতি আকর্ষণ বাড়ছে। আমেরিকার কৌশলগত মজুত হোক বা না হোক, এ নিয়ে আলোচনা হচ্ছে অনেক।’
আরেকজন বলেন, ‘পুরোটাই আসলে বিশ্বাসের ব্যাপার। কোন মুদ্রাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন? আমার কথা যদি বলি, গ্রেট ব্রিটিশ পাউন্ডের চেয়েও বেশি আস্থা আমার বিটকয়েনে।’
সর্বনিম্ন হিসেবে এক ডলারেরও কম দাম থেকে দেড় দশকের মাথায় অপ্রতিদ্বন্দ্বী বিটকয়েন। বর্তমানে বিটকয়েনের বাজারমূল্য তিন ট্রিলিয়ন বা তিন লাখ কোটি ডলারের বেশি, ক্রিপ্টোমুদ্রার বাজারে যা নজিরবিহীন।