রাশিয়ার রাজধানী মস্কোয় পারমাণবিক প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা এক শীর্ষ জেনারেল একটি ইলেকট্রিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। মঙ্গলবার ইউক্রেন এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। নিহত এই রুশ লেফটেন্যান্ট জেনারেলের নাম ইগর কিরিলোভ। খবর এএফপি’র।
খবরে বলা হয়, রাশিয়ার সশস্ত্র বাহিনীর রাসায়নিক, জৈবিক এবং বিকিরন প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ইগর কিরিলোভ তার ডেপুটিসহ দক্ষিন-পূর্ব মস্কোর ঐ বিস্ফোরনে নিহত হন। সকালে যখন তারা একটি বিল্ডিং থেকে বের হয়ে আসছিলেন। বাড়িটির প্রবেশদ্বারের পাশে একটি স্কুটারে বিস্ফোরক ডিভাইস রাখা ছিল।
রাশিয়ার তদন্তকারী কমিটি জানিয়েছে, ওই ডিভাইসে সকালে মস্কোর রাইয়াজান্সকি এভিনিউয়ে বিস্ফোরনটি ঘটানো হয়। বিস্ফোরনে বাড়িটির কয়েকটা জানালা ভেঙ্গে যায়, প্রবেশদ্বার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ইগর কিরিলোভ ২০১৭ সাল থেকে রাশিয়ার রাসায়নিক, জৈবিক এবং বিকিরন প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ছিলেন। গত অক্টোবরে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা বলে, তার উপর বৃটেন নিষেধাজ্ঞা জারী করে।