ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করার হুমকি দিলেন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের বাসভবন মার-এ লাগোতে গণমাধ্যমকে ট্রাম্প বলেন, যদি কোনো দেশ আমেরিকার ওপর অতিরিক্ত শুল্ক চাপায় তাহলে আমেরিকাও সেই দেশের পণ্যের উপর চড়া হারে কর চাপাবে।
আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার আগেই এবার ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের মাঠ থেকেই বিভিন্ন দেশের ওপর অধিক হারে শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প।
ভারতীয় গণমাধ্যমের খবর, মঙ্গলবার নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, যদি কোনো দেশ আমাদের ওপর অতিরিক্ত শুল্ক চাপায় তাহলে আমেরিকাও সেই দেশের পণ্যের ওপর চড়া হারে কর চাপাবে। ওরা (ভারত) প্রায় সব ক্ষেত্রেই আমাদের ওপর অধিক কর চাপায়। অথচ এতদিন আমরা ওদের ওপর কোনো কর চাপাইনি।
এ প্রসঙ্গেই ভারত ও ব্রাজিল দুই দেশের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, এই দুই দেশ মার্কিন পণ্যের ওপর অধিক পরিমাণ কর চাপায়।
নবনির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট আরও বলেন, বাণিজ্যে স্বচ্ছতা থাকতে হবে। ভারত যদি আমেরিকার পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপায়, তাহলে আমেরিকাও সেই পরিমাণ শুল্ক চাপাবে। ওরা আমাদের ওপর শুল্ক চাপালে সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে আমরাও পারস্পরিক শুল্ক চাপিয়ে দেব।