ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে সিরিয়ার জীবনযাত্রা। শ্রেণিকক্ষে ফিরছে শিক্ষার্থীরা। দেশে আসছে উদ্বাস্তু হওয়া সিরিয়াবাসী। গতি ফিরেছে ব্যবসা-বাণিজ্যে। এরইমধ্যে সিরিয়ার পুনর্গঠনে সহায়তা দিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম ফ্লাইটটি দামেস্ক বিমানবন্দর থেকে দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পোর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। বুধবার দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছেন। বিমানটিতে সাংবাদিকসহ ৪৩ আরোহী ছিলেন।
আসাদের শাসন থেকে মুক্ত হওয়ার পর আসাদ পরিবারের সব চিহ্ন সিরিয়া থেকে মুছে ফেলতে চাইছে বিদ্রােহীরা। এবার দামেস্ক বিশ্ববিদ্যালয় থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের বাবা হাফিজ আল আসাদের ভাস্কর্য টেনে নামানো হলো।
ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশ দিয়েছে দেশটির ক্ষমতায় থাকা বিদ্রোহী গোষ্ঠী। রাজধানী দামেস্কসহ বিভিন্ন শহরে শ্রেণিকক্ষে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।
একজন শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদে আসা-যাওয়ার জন্য স্কুল থেকে যাবতীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করছি ধীরে ধীরে শিক্ষার্থীদের সংখ্যা বাড়বে।’
এদিকে দীর্ঘ ১২ বছর পর সিরিয়ায় আবারও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে তুরস্কের দূতাবাস। রাজধানী দামেস্কে অবস্থিত দূতাবাসে এক যুগ পর উত্তোলন করা হলো তুর্কি পতাকা।
সিরীয় শরণার্থীরাও দেশে ফিরতে শুরু করেছে। গেল এক সপ্তাহে তুরস্কের সীমান্ত দিয়ে সিরিয়ায় ফিরেছে প্রায় আট হাজার বাসিন্দা।
গৃহযুদ্ধের কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে ধ্বংস হয়ে যায় দেশটির অর্থনীতি। সিরিয়ার পুনর্গঠনে যাবতীয় নিষেধাজ্ঞা দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন সিরিয়ার জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসেন।
তিনি বলেন, ‘সিরিয়ার ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে দেয়ার ব্যাপারে আমরা আশাবাদী। দেশটির পুনর্গঠনে এটি দ্রুত করতে হবে। একটি বিশ্বাসযোগ্য বিচার ব্যবস্থার মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমরা কোনো প্রতিশোধ দেখতে চাই না।’
ক্ষমতা গ্রহণের পর সিরিয়ার জীবনযাত্রা স্বাভাবিক করার জোর চেষ্টা চালাচ্ছে বিদ্রোহী বাহিনী। তারা এই মুহূর্তে নতুন করে সংঘাতে জড়াতে চায় না।