রবিবার

,

২২শে ডিসেম্বর, ২০২৪

সিরিয়ার পুনর্গঠনে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা আহ্বান জাতিসংঘের

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জাতিসংঘের অভিবাসন সংস্থার প্রধান প্রেসিডেন্ট অ্যামি পোপ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান অ্যামি পোপকে উদ্ধৃত করে জেনেভা থেকে এএফপি জানায়, শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি জাতিসংঘের নিষেধাজ্ঞা, আমেরিকার নিষেধাজ্ঞা, অন্যান্য নিষেধাজ্ঞার উল্লেখ করে বলেন, পরিস্থিতি পরিবর্তনের জন্য এসব নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা প্রয়োজন।

এদিকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া তাদের প্রতিবেশী দেশ কিংবা পশ্চিমাদের জন্য কোনো হুমকি নয় বলে মন্তব্য করেছেন দেশটির কার্যত নেতা আহমেদ আল শারা ওরফে আবু মুহাম্মদ আল জুলানি। দেশটিকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়ার জন্য সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার দামেস্কে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জুলানি বলেছেন, নিষেধাজ্ঞাগুলো ছিল পুরোনো শাসন ব্যবস্থার বিরুদ্ধে। মাঝে অনেক কিছু ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে এখন নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া উচিত।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সিরিয়ার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে, তবে তার জন্য শর্ত হিসেবে দেশটির নতুন নেতৃত্বকে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং নারী ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বাস্তব পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন ইইউ-র পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস।