আমেরিকার সেন্ট্রাল ওরেগন রাজ্যের বেন্ড শহরে পাবলিক আর্ট বা ভাস্কর্যের ওপর কেউ মজা করে গুগলি চোখ লাগিয়ে দিয়েছে। এটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। ইন্টারনেটেও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এছাড়া ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমে শিরোনাম করা হয়েছে এবং একটি জনপ্রিয় লেট-নাইট টক শোতেও স্থান পেয়েছে।
শহরেরর আটটি ভাস্কর্যের ওপর গুগলি চোখ লাগানো হয়েছিল, বাসিন্দাদের আনন্দে। গুগলি চোখ সরানোর জন্য শহর কর্তৃপক্ষ এখন পর্যন্ত দেড় হাজার ডলার খরচ করেছে। আটটি ভাস্কর্যের মধ্যে সাতটি থেকে চোখ সরানো হয়েছে। কিছু ভাস্কর্যে, পুনরায় রং করার প্রয়োজন হতে পারে। শহর কর্তৃপক্ষের কেউ কেউ মেরামতের ব্যয় নিয়ে দুঃখও প্রকাশ করেছেন। বলেছেন, মামলা খোলা হয়েছে ক্ষতিকারক কৌতূহল প্রতিরোধে।
শহর কর্তৃপক্ষ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ‘রাউন্ডঅ্যাবাউট আর্ট রুট’ নামে পরিচিত রাউন্ডঅ্যাবাউটগুলোর শিল্পকর্মে গুগলি চোখ লাগানোর ছবি শেয়ার করেছে। এক ছবিতে দেখা যায়, দুটি হরিণের একটি ভাস্কর্যে গুগলি চোখ লাগানো হয়েছে। এছাড়া একটি গোলক আকৃতির ভাস্কর্যেও এরকম চোখ লাগানো হয়েছে। এখনও জানা যায়নি কে বা কারা এগুলো লাগিয়েছে।
শহর কর্তৃপক্ষ পোস্টে আরও জানিয়েছে, ‘যদিও এই গুগলি চোখ সরানোর জন্য অর্থ খরচ হয় এবং এতে আর্টের ক্ষতি না করার জন্য বিশেষ যত্ন নিতে হয়। তবে এগুলো আপনাকে হাসাবে।’
ফেসবুক পোস্টটিতে কয়েকশ মন্তব্য এসেছে। কেউ কেউ বলেছে তারা এই গুগলি চোখ পছন্দ করেছে।
এক ব্যবহারকারী লিখেছেন, ‘আমরা গুগলি চোখ ভালোবাসি। এই শহর ক্রমশ গম্ভীর হয়ে যাচ্ছে। এখন একটু মজা করা যাক!’
আরেকজন মন্তব্য করেছেন, ‘বিশেষ করে হরিণের গুগলি চোখ দারুণ দেখাচ্ছে, সেগুলো থাকা উচিত।’
শহরের যোগাযোগ পরিচালক রেনে মিচেল অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, ‘আমরা আমাদের কমিউনিটিকে শিল্পের সঙ্গে মজা করার জন্য উৎসাহিত করি। তবে আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা এটি রক্ষা করতে পারি এবং এগুলোর যেন কোনও ক্ষতি না হয়।’
এই পোস্ট এবং মন্তব্য সংবাদমাধ্যমে আলোচিত হয়েছে এবং সিবিএস-এর ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট’ শোতেও স্থান পেয়েছে।