সন্ত্রাসী তৎপরতায় অবৈধ অভিবাসীদের অংশগ্রহণ ঠেকাতে জনপ্রতিনিধিদের উদ্যোগ নিতে হবে বলে অভিমত প্রকাশ করেন সদ্য মনোনীত বর্ডার যার টম হোম্যান। ফক্স নিউজকে বুধবার তিনি জানান, স্টেইট পর্যায়ে গভর্নরসহ নির্বাচিত জনপ্রতিনিধিরা কার্যকর ভূমিকা না রাখলে ফেডারেল উদ্যোগ নেয়া হবে।
এদিকে সাবেক এফবিআই কর্মকর্তা ড্যান বার্নার অভিযোগ করেন, জননিরাপত্তা নিয়ে ডেমোক্র্যাটরা এতদিন লুকোচুরি খেলেছেন।
ফক্স নিউজকে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত বর্ডার যার টম হোম্যান বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্যোগ নেয়া সবচেয়ে জরুরি।’
সম্প্রতি নিউ ইয়র্ক মেয়র এরিক অ্যাডামসের সাথে সিটিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম বিষয়ে বৈঠক নিয়ে হোম্যান বলেন, ‘সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে নির্বাচিত জনপ্রতিনিধিদের সিদ্ধান্ত নিতে হবে।’
ওই দিনের বৈঠকে নিউ ইয়র্ক মেয়রও টম হোম্যানকে সন্ত্রাসী কাজে তৎপর অবৈধ অভিবাসীর বহিষ্কার বিষয়ে ঐক্যমত পোষণ করে বলেন, ‘আমাদের উভয়ের লক্ষ্য একই।’ ট্রাম্প ক্ষমতা গ্রহনের পর সন্ত্রাসী অবৈধ অভিবাসীদের কীভাবে দেশছাড়া করা হবে সে ব্যাপারে স্থানীয় এবং ফেডারেল কর্তৃপক্ষের মধ্যে পারষ্পারিক সহযোগিতা নিয়ে তিনি টম হোম্যানের সাথে আলাপ করেন।
নিউ ইয়র্ক মেয়র অ্যাডামস বলেন, ‘যারা নিরীহ অভিবাসী, নাগরিক এবং স্থায়ী নিউইয়র্কবাসীর বিরুদ্ধে বারবার সহিংস অপরাধ করে তাদের জন্য আমরা নিরাপদ আশ্রয়স্থল হবো না।’
নিউ ইয়র্ক সিটির বৈধ বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে মেয়র অ্যাডামসের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে উল্লেখ করে হোম্যান বলেন, ‘কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগের মাধ্যমেই জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হতে পারে।’
গভর্নরসহ নির্বাচিত জনপ্রতিনিধিরা মানুষের নিরাপত্তা নিয়ে কার্যকর ভূমিকা না রাখলে ফেডারেল উদ্যোগ নেয়া হবে বলে জানান সদ্য মনোনয়নপ্রাপ্ত বর্ডার যার।
এদিকে নির্মাণাধীন সীমান্ত প্রাচীরের বিভিন্ন উপকরণ নিলামের মাধ্যমে বিক্রির বিরোধিতা করেন টম হোম্যান।
তিনি বলেন, ‘দেশের মানুষের অর্থে সীমান্ত সুরক্ষায় যে উদ্যোগ নেয়া হয়েছে তা নিলামে তুলে বিক্রি করার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেয়া যায় না। দেশের মানুষকে ঠেকাতে এমন সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন।’
এদিকে, নবনির্বাচিত প্রেসিডেন্টের কঠোর অভিবাসন নীতির কারণে অনিবন্ধিত অভিবাসীদের মধ্যে শঙ্কা কাজ করছে বলে জানান নিউ ইয়র্ক টাইমসের অভিবাসন বিষয়ক প্রতিবেদক অ্যাডগার স্যানডোভাল।
তিনি জানান, বিভিন্ন স্টেইটে অনিবন্ধিত অভিবাসীদের দৈনন্দিন জীবনযাপন ব্যহত হচ্ছে। অনেকেই সন্তানদের স্কুলে যেতে দিচ্ছেন না বলেও জানান তিনি।
কলোরাডোর অরোরা এলাকায় ভেনেজুয়েলার সংঘবদ্ধ অপরাধীদের তৎপরতা নিয়ে যে উদ্বেগের সৃষ্টি হয়েছে তার জন্য ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা দায়ী বলে মন্তব্য করেন এফবিআইয়ের সাবেক কর্মকর্তা ড্যান বার্নার। তিনি বলেন, জননিরাপত্তা নিয়ে ডেমোক্র্যাটরা এতোদিন লুকোচুরি খেলেছেন।
জাতীয় নিরাপত্তার স্বার্থে সঠিক তথ্য দিয়ে ফেডারেল সরকারকে সহায়তা করার আহবান জানিয়ে বার্নার বলেন, জনপ্রতিনিধিদের সদিচ্ছা থাকলে সীমান্তবর্তী স্টেইটগুলো থেকে অপরাধীদের দমন করা সম্ভব হবে।