সোমবার

,

২৩শে ডিসেম্বর, ২০২৪

এবার ইয়েমেনে পাল্টা হামলা চালাল আমেরিকা

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিয়েছে আমেরিকা। শনিবার ইয়েমেনের রাজধানী সানাতে হামলা চালিয়েছে তারা। তেল আবিবে হুতিদের হামলার কয়েক ঘণ্টা পরেই আমেরিকা এ হামলা চালাল।

শনিবার হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরায়েলে হুতিদের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই আমেরিকা পাল্টা আঘাত হানে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আমেরিকার সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রভান্ডার ও অভিযান পরিচালনা কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

এর আগে, তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। এ নিয়ে তেল আবিবে গত দু’দিনে দুই দফায় হামলা চালিয়েছে হুথিরা।