বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

চাঁদপুর মেঘনা নদীতে জাহাজে হামলার ঘটনায় নিহত ৭

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশে চাঁদপুরের মেঘনা নদীতে সারবোঝাই জাহাজে দুর্বৃত্তদের হামলায় ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নৌপুলিশের চাঁদপুরের অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান বলেন, পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। আমরা সন্দেহ করছি, শত্রুতা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে আমরা বিকেল তিনটার দিকে নৌযানটির কাছে যাই। সেখানে গিয়ে নৌযানের পাঁচটি কক্ষে পাঁচটি মরদেহ পাই। বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে দুজনের মৃত্যু হয়।

এ হামলায় নিহত সাতজনের মধ্যে একজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। অন্যরা হলেন জাহাজের মাস্টার কিবরিয়া, ড্রাইভার সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল ইসলাম, লস্কর আজিজুল মুন্সি ও মাজেদুল ইসলাম।

রোববার দিবাগত রাতে কোনো এক সময়ে এ হামলা হয়েছে বলে জানা গেছে। গুরুতর আহত জাহাজের আরেক সুকানি জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।