শুক্রবার

,

২৭শে ডিসেম্বর, ২০২৪

ক্রিসমাস ঘিরে দেশে দেশে বৈচিত্র্যপূর্ণ আয়োজনে ব্যস্ত সান্তা ক্লজরা

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

খ্রিষ্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস বা বড়দিন। বিশেষ এ দিনকে ঘিরে দেশে দেশে চলছে ব্যতিক্রমী সব আয়োজন। আলোকসজ্জার পাশাপাশি এই দিনকে সামনে রেখে বৈচিত্র্যপূর্ণ আয়োজনে ব্যস্ত সান্তা ক্লজরা।

নানা ধরনের ছাড়া দিচ্ছে ছোট-বড় শপিং মল, রেস্তোরাঁগুলো হাজির করেছে ক্রিসমাস স্পেশাল প্যাকেজ মেন্যু।

বড়দিন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বেশিরভাগ জায়গায় এখন উৎসবের আমেজ। লাল, সবুজ, সোনালি এলইডি আলোয় সেজেছে দুবাই নগরী। কোথাও কোথাও দেখা মিলছে সান্তা ক্লজেরও। এবার আরো বড় পরিসরে বসানো হয়েছে ক্রিসমাস মার্কেট। ৩৬ ফুট লম্বা ক্রিসমাস ট্রিকে কেন্দ্র করে বাহারী পণ্য আর খাবারের পসরা নিয়ে বসেছে মদিনার জুমেইরা ক্রিসমাস মার্কেট। বড়দিনের উপলক্ষ্যে নানা আয়োজন আর আলোক সজ্জায় বৈচিত্র্য এনেছে দুবাই মিডিয়া অ্যাম্ফিথিয়েটার, এক্সপো সিটি, দুবাই ফেস্টিভ্যাল সিটি মল, হাবতুর সিটি ও গ্লোবাল ভিলেজ। সন্ধ্যা থেকে রাত-বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে এসব মলে ভিড় করছেন নানা দেশের পর্যটকরা।

 

 

হাজার হাজার এলইডি লাইটে মোড়ানো ৪শ’ গাছের আলোতে ঝলমল করা এই দৃশ্যটি ফ্রান্সের রাজধানী প্যারিসের আইকনিক চ্যাম্পস এলিসিস অ্যাভিনিউর। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস ঘিরে এমন বর্ণিল আলোয় সেজেছে শহরটি। ঝলমলে আলোকসজ্জা দেখতে প্রতিদিনই ভিড় বাড়ছে দর্শনার্থীদের।

 

 

২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে চোখ ধাঁধানো আলোকসজ্জায় ঝলমল করছে পুণ্যভূমি ভ্যাটিকান সিটি। সেন্ট পিটার্স স্কয়ারে দর্শকদের নজর কাড়ছে ২শ বছরের পুরানো ৩০ মিটার-উচ্চতার ক্রিসমাস ট্রির আলো। সেইসঙ্গে কারুকার্জের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা যিশুর জন্মস্থান নেটিভিটি, জন্মলগ্ন ও শিশুকালের দৃশ্য দেখতেও ভিড় করছেন পর্যটকরা। ক্যাথলিক খ্রিস্টানদের পূণ্যভূমির এই মনোমুগ্ধকর আয়োজন থাকবে ১২ জানুয়ারি পর্যন্ত।

এদিকে বড়দিন ঘিরে ইতালির প্রতিটি পর্যটন এলাকাও সেজেছে নতুন সাজে। রোমের নাভোনা চত্বর, স্প্যানিশ স্টেপস, ভিয়া দেল কোর্সো এবং শহরের প্রধান রাস্তাগুলোর আলোকসজ্জা দেখতে ভিড় করছেন পর্যটকসহ স্থানীয়রাও। এ তালিকায় আছেন রোমে থাকা প্রবাসী বাংলাদেশিরাও।

৪৫ হাজার লাইট দিয়ে সাজানো হয়েছে একটি বাড়ি। জার্মানির বালঝাউসেন শহরের চোখ ধাঁধানো এই আলোকসজ্জা দেখতে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী মানুষ।

এদিকে, গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকির সমুদ্রতীরে সান্তা ক্লজের পোশাকে প্যাডেল বোর্ডিং করেন প্রায় ৩০ অ্যাথলেট। তাদের দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় শিশুদের জন্য ক্রিসমাসের আনন্দ যোগ করতে সান্তা ক্লজের পোশাকে হাজির হন দমকল বাহিনীর এক সদস্য। সেতু থেকে ৭০ মিটার দড়ি বেয়ে নেমে শিশুদের কাছে পৌঁছে দেন উপহার।