শুক্রবার

,

২৭শে ডিসেম্বর, ২০২৪

ভারতীয় মাদক পাচারকারীকে ক্যালিফোর্নিয়ায় গুলি করে খুন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানে একাধিক মামলার আসামি মাদক পাচারকারী সুনীল যাদব সম্প্রতি আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্টকটন শহরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। কুখ্যাত চোরাকারবারী হিসেবে পরিচিত সুনীল পাকিস্তানের রুট ব্যবহার করে ভারতে মাদক পাচার করতেন বলে জানা যায়।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদন মতে, কয়েক বছর আগে ৩০০ কোটি টাকার মাদকের চালান আটকের ঘটনায় নাম উঠেছিল সুনীল যাদবের।

এ দিকে, সুনীল যাদবের হত্যার দায় স্বীকার করেছে আলোচিত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অংশ হিসেবে পরিচিত গ্যাংস্টার রোহিত গোদারা।

বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের ভাই অঙ্কিত ভাদুকে বন্দুকযুদ্ধে হত্যা করার জন্য সে (সুনীল) পাঞ্জাব পুলিশের সাথে কাজ করেছিল। আমরা তার প্রতিশোধ নিয়েছি।’

গোদারা আরও বলেন, ‘অঙ্কিতকে বন্দুকযুদ্ধে হত্যার সাথে সে জড়িত, এই তথ্য ছড়িয়ে পড়ার পরই যাদব দেশ ছেড়ে পালিয়ে যায়। যুক্তরাষ্ট্রে সে আমাদের ভাইদের সম্পর্কে তথ্য শেয়ার করছিল।’

রাহুল নাম দিয়ে একটি জাল পাসপোর্ট ব্যবহার করে দুই বছর আগে আমেরিকায় পালিয়ে গিয়েছিলেন সুনীল যাদব।

সংশ্লিষ্ট সূত্রের মতে, সুনীল যাদব এক সময় লরেন্স বিষ্ণোই ও রোহিত গোদারার ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। কিন্তু, অঙ্কিত ভাদু হত্যাকাণ্ডের পর তারা তার বিরুদ্ধে চলে যায়।

সুনীল যাদবকে কীভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তা জানতে তদন্ত করছে পুলিশ।