এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। ঢাকাকে ৫ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে রংপুর। চ্যাম্পিয়ন হয়ে ট্রফির পাশাপাশি বড় অঙ্কের অর্থ পুরস্কারও পেয়েছে দলটি। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লো স্কোরিং ম্যাচের ফাইনালের লড়াই মোটেই জমেনি।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত ১১ ডিসেম্বর মাঠে গড়িয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম আসর। আর ঢাকা মেট্রো এবং রংপুর বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামল টুর্নামেন্টটির।
প্রথমে ব্যাটিংয়ে নেমে মেট্রো ১৬.৩ ওভারে মাত্র ৬২ রানে অলআউট হয়। জবাবে রংপুর সহজেই ১১.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়।
বাংলাদেশের যেকোন স্বীকৃত টি২০ টুর্নামেন্টের ফাইনালে ১০০’র নিচে অলআউট হওয়া প্রথম দল হিসেবে লজ্জার রেকর্ড গড়েছে মেট্রো। এর আগে ২০১৬ বিপিএল ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রাজশাহী কিংস ১০৩ রানে অলআউট হয়েছিল।
এর আগে গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতেছিল মেট্রো। কিন্তু রংপুরের কাছে প্রথম কোয়ালিফায়ারে হেরে যায়। এরপর খুলনাকে পরাজিত করে মেট্রো ফাইনাল নিশ্চিত করে। কিন্তু ফাইনালে সেই রংপুরেরর কাছেই হার স্বীকার করতে হলো।
এদিকে এনসিএলের শিরোপা জিতে ২০ লাখ টাকার অর্থ পুরস্কার পেয়েছে রংপুর। আর রানারআপ ঢাকা মেট্রো পেয়েছে ১০ লাখ টাকা।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং ব্যাটিং-বোলিংয়ে আধিপত্য দেখিয়েও অর্থপুরস্কার পেয়েছেন ক্রিকেটাররা। টুর্নামেন্ট সেরা হয়ে ১ লাখ টাকা পুরস্কার পেয়েছেন ঢাকা মেট্রোর আবু হায়দার রনি। ১০ ম্যাচে ১২৩ রান করার পাশাপাশি ১৩টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।
সেরা রানসংগ্রাহকের পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা পেয়েছেন নাঈম শেখ। মেট্রোর অধিনায়ক ১০ ম্যাচে ৩১.৬০ গড় এবং ১৩৫.০৭ স্ট্রাইকরেটে টুর্নামেন্ট সর্বোচ্চ ৩১৬ রান করেছেন। বল হাতে ৯ ম্যাচে ১৯ উইকেট শিকার করে সেরা বোলারের পুরস্কার জিতেছেন রংপুরের আলাউদ্দিন বাবু। তিনিও পেয়েছেন ৫০ হাজার টাকা।
ফাইনাল ম্যাচে ১২ রানে দিয়ে ৩ উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ফাইনাল সেরা পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন তিনি।