শুক্রবার

,

২৭শে ডিসেম্বর, ২০২৪

জাহাজে নৃশংসভাবে ৭ খুন: গ্রেপ্তার ইরফান সাত দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সার বহনকারী এমভি আল বাখেরা জাহাজে হত্যাকাণ্ডের ঘটনায় জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামি ইরফান বাগেরহাটের ফকিরহাট এলাকার জগদীশ মণ্ডলের ছেলে।

বুধবার সন্ধ্যায় চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) শরীফ মাহমুদ সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জাহাজে ৭ খুন দেশের আলোচিত ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে উপস্থিত করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আশা করি, তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার সঙ্গে অন্য কেউ সংশ্লিষ্ট আছে কি-না এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য কেউ জড়িত আছে কি-না তা বেরিয়ে আসবে।’

শুনানিকালে এপিপি আইনজীবী শরীফ মাহমুদ সায়েম, মাসুদ প্রধানীয়া, ইয়াসিন আরাফাত ইকরাম, শাহজাহান খান এবং আইনজীবী শামিম হোসেন, মিল্টন ও তোফায়েল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশে চাঁদপুরের মেঘনা নদীতে সারবোঝাই জাহাজে নৃশংসভাবে ৭ জন খুন হন। এ ঘটনায় জাহাজের মালিক মাহবুব মোর্শেদ মঙ্গলবার রাতে হাইমচর থানায় মামলা করেন।

মঙ্গলবার দিবাগত রাতে আসামি আকাশ মন্ডল ইরফানকে বাগেরহাট জেলার চিতলমারী থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে দুপুরে আসামিকে কুমিল্লায় নিয়ে আসা হয়। বিকেলে র‌্যাব আসামি আকাশকে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চল এর পুলিশ সুপার কার্যালয়ে হস্তান্তর করেন। সেখান থেকে তাকে কঠোর নিরাপত্তায় আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে নৌ-পুলিশ পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।