শুক্রবার

,

২৭শে ডিসেম্বর, ২০২৪

প্লট-ফ্ল্যাট বুকিংয়ে অফারের ছড়াছড়ি রিহ্যাবের আবাসন মেলায়

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে উঠছে রিহ্যাব ফেয়ার। আবাসন খাতের উদ্যোক্তাদের আয়োজনে রিহ্যাব ফেয়ার থেকে ক্রেতারা তাঁর পছন্দমতো ফ্ল্যাট ও কাঙ্খিত প্লটের বুকিং দিতে পারছেন। কেউ কেউ কিনে নিচ্ছেন রেডি ফ্ল্যাট। এক ছাতার নিচে সব ধরনের সুযোগ-সুবিধা বিদ্যমান থাকায় রিহ্যাব ফেয়ার ঘিরে ক্রেতা- বিক্রেতাদের সব সময় বাড়তি আগ্রহ রয়েছে। সোমবার থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী আবাসন খাতের এ মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

বরাবরের মতো ক্রেতা টানতে প্রতিষ্ঠানগুলোও প্লট-ফ্ল্যাট বুকিং দিলেই আকর্ষণীয় অফার দিচ্ছে। এর মধ্যে রয়েছে ভ্রমণ, গিফট কিংবা আর্থিক ছাড়। ফ্ল্যাট বুকিং দিলে দামে ছাড় দিচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠান। এবারের মেলায় ২২০টি স্টল রয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বিআইসিসিতে রিহ্যাব ফেয়ার ২০২৪- এর মেলা প্রাঙ্গণ খোলা থাকে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। মেলায় প্রবেশে সিঙ্গেল টিকিটের মূল্য ৫০ টাকা, আর মাল্টিপল টিকিটের মূল্য ১০০ টাকা।

আরমা রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান ও রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা তুলনামূলক কম লাভে ফ্ল্যাট বিক্রি করি। মেলায় ফ্ল্যাট বুকিং দিলেই থাকছে ৫ লাখ টাকা ছাড়।’

ক্রিডেন্স হাউজিং লিমিটেডের টিম লিডার নাজমুল হুদা নাহিদ বলেন, ‘গুলশান, বনানী, ধানমণ্ডি, লালমাটিয়াসহ ৫২টি প্রকল্পে বিক্রয়যোগ্য ফ্ল্যাট রয়েছে আমাদের। এর মধ্যে বেশ কিছু সেমি কন্ডোমোনিয়াম ও সব নাগরিক সুবিধাসহ প্রকল্প রয়েছে। মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্তের জন্য ফ্ল্যাট প্রস্তত করছি আমরা।

মেলায় দেশের সবচেয়ে বড় ভবন নিয়ে এসেছে ট্রপিক্যাল হোম লিমিটেড। রাজধানীর মালিবাগে ৪৬ কাঠা জমির ওপর ৫১ তলা ভবন তৈরি করছে এই প্রতিষ্ঠানটি। ভবনের ৬ তলা হবে বেইসমেন্ট এবং পুরোটাই কার পার্কিং। সম্পূর্ণ ভবন হবে বাণিজ্যিক। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার রাকিব হোসেন বলেন, ‘মেলায় দারুণ সাড়া পাচ্ছি আমরা।’ মেলায় ছাড় দেওয়ার কথাও বলেন তিনি।

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান জানান, ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এটি ঢাকায় অনুষ্ঠিত রিহ্যাবের ২৬তম ফেয়ার। এছাড়া চট্টগ্রামে ১৫টি ফেয়ার সফলভাবে সম্পন্ন করেছে রিহ্যাব। রিহ্যাব ২০০৪ সাল থেকে বিদেশে হাউজিং ফেয়ার আয়োজন করে আসছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২টি, যুক্তরাজ্যে, দুবাই, ইতালির রোম, কানাডা, সিডনি, কাতারে ১টি করে এবং দুবাইতে ২টি রিহ্যাব হাউজিং ফেয়ার সফলভাবে সম্পন্ন হয়েছে।

এসব ফেয়ার আয়োজনের মাধ্যমে রিহ্যাব দেশ ও বিদেশে গৃহায়ন শিল্পের বাজার সৃষ্টি এবং তা প্রসারের প্রচেষ্টা অব্যাহত রাখছে। অন্যদিকে, প্রবাসী ক্রেতারা দেশে তাদের পছন্দের আবাসন খুঁজে পাচ্ছেন। আবার এই ফেয়ারের মাধ্যমে বৈদেশিক মুদ্রাও অর্জিত হচ্ছে। শুধু তাই নয়, দেশের অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি গৃহায়ন শিল্প এবং লিংকেজ শিল্প বিকাশে অনন্য ভূমিকা পালন করে চলেছে এই ফেয়ার।