শনিবার

,

২৮শে ডিসেম্বর, ২০২৪

বিএনপি-এলডিপির বৈঠকে একসঙ্গে পথ চলার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মিত্র দলগুলোর সঙ্গে বৈঠক করছে বিএনপি।সেই ধারাবাহিকতায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বৈঠক করেছে দলটি। সেসময় ভবিষ্যতেও একসঙ্গে পথ চলতে ঐকমত্যে পোষণ করেছে দল দুটি।

শুক্রবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এলডিপির সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকে দল দু’টির নেতারা এই ঐকমত্যে পৌঁছান।

বৈঠকে বিএনপির পক্ষে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এলডিপির পক্ষে দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমদের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন।

জানা গেছে, দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিএনপি-এলডিপি। এজন্য বিভিন্ন জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া বৈঠকে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার বিষয়েও নেতারা আলোচনা করেন।

বৈঠকে শেষে নজরুল ইসলাম খান বলেন, দেশের চলমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সচিবালয়ে আগুন ও দ্রবমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা একমত পোষণ করেছি। জনগণ দুঃসময়ের একটা কাল অতিক্রম করেছে। দীর্ঘদিন লড়াই-সংগ্রামের মধ্যে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমাদের লড়াই ছিল গণতন্ত্র ও তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার। সাম্য ও মানবিক মর্যাদার অধিকার নিশ্চিত হয়। সেটা প্রতিষ্ঠার জন্য দ্রুত দরকার জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার। আমরা আশা করি, যত দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দিতে হবে।

এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, স্বৈরাচার পতনের পর দেশের রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে বিএনপির পক্ষ যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা বাস্তবায়নে আমরা সর্মথন দিয়ে পাশে থাকব।

এর আগে গত কয়েকদিনে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ লেবার পার্টি, গণঅধিকার পরিষদ, এনডিএমসহ বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।