রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে। পাঁচ দিনের এই মেলায় ক্রেতা-দর্শনার্থী এসেছেন ১৭ হাজার ৭২৯ জন।
রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আবাসন মেলার শেষ দিনে শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে রিহ্যাব। ২০২২ সালের আবাসন মেলায় ৩৫১ কোটি ১৬ লাখ টাকার ফ্ল্যাট, প্লট হয়েছিল। সেই হিসাবে এবার বিক্রি ও বুকিং বেড়েছে প্রায় ৫২ কোটি টাকা।
প্লট ও ফ্ল্যাট কেনায় আগ্রহী বিপুল ক্রেতার সমাগমের মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনের রিহ্যাব ফেয়ার-২০২৪। সোমবার (২৩ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই মেলা শেষ হয়েছে শুক্রবার।
সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, এবারের পাঁচ দিনের মেলায় ৪০৩ কোটি ১২ লাখ ৭৪ হাজার টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি এবং বুকিং হয়েছে। এর মধ্যে ফ্ল্যাট বিক্রি এবং বুকিং হয়েছে ২৩০ কোটি টাকার। প্লট ৯৬ কোটি এবং বাণিজ্যিক স্পেস ৭৭ কোটি ১২ লাখ ৭৪ হাজার টাকার বুকিং এবং বিক্রি হয়েছে। এ ছাড়া ব্যাংক কমিটমেন্ট বা গ্যারান্টি এসেছে প্রায় ১ হাজার ৯০ কোটি টাকা।
মেলা ঘুরে দেখা গেছে, প্রতিটি স্টলেই ছিল আগ্রহী ক্রেতাদের ভিড়। নিজেদের সাধ্যমতো ফ্ল্যাট ও প্লটের সন্ধানে তারা ছিলেন খুবই সচেতন। শেষ মুহূর্তে বুকিং দিয়ে কিছুটা অর্থ সাশ্রয় করা যায় কিনা দেখছিলেন আগ্রহীরা।
রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া জানান, গত দুই বছর নানা প্রতিকূলতার কারণে আবাসন মেলা করা সম্ভব হয়নি। যারা ফ্ল্যাট বা প্লট কিনতে চান, তারা প্রতিবছরই আবাসন মেলার জন্য অপেক্ষায় থাকেন। গত দুই বছর মেলা না হওয়ায় এ বছর দর্শনার্থীদের আগমনও অন্য সময়ের তুলনায় বেশি।’
প্রতিদিনের মতো শুক্রবারও সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত টিকিট কেটে মেলায় প্রবেশ করেছেন আগ্রহী ক্রেতারা। সরকারি বন্ধের দিন হওয়ায় সকাল থেকেই ক্রেতাদের ভিড় ছিল অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টলগুলোতে।
রিহ্যাব নেতারা বলেন, ‘যে উদ্দেশ্য নিয়ে মেলার আয়োজন করা হয়েছে, সেটি সফল হয়েছে। এই কয়েক দিনে ঢাকাবাসীর ব্যাপক সাড়া আবাসন খাতকে উৎসাহিত করেছে। মেলায় বিক্রির চেয়ে বেশির ভাগ প্রতিষ্ঠান আসে ব্র্যান্ডিংয়ের জন্য। তাদের সে উদ্দেশ্য সফল হয়েছে।’