শুক্রবার

,

৩রা জানুয়ারি, ২০২৫

মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ৬৬ রোহিঙ্গা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়া পাচারকালে কক্সবাজার টেকনাফে শিশু-নারীসহ ৬৬ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়েছে। মানব পাচারকারীদের আস্তানায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ১৮ জন পুরুষ, ১১ জন মহিলা ও ৩৭ জন শিশু।

এ সময় ৪ রাউন্ড রাইফেলের গুলি ও ১টি রামদা ও ১টি কিরিচ উদ্ধার করা হয়। ওই কাজে জড়িত থাকার দায়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

রোববার টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক দালালরা হলেন- শুক্কুরের ছেলে রাশেদ (২৫), সুলতান আহমদের ছেলে সালেহ আহাম্মদ (৩৫) ও নুরুল কবির (২৭), রশিদ আহাম্মদের সৈয়দ আলম (২৪), আবদুল গফুরের ছেলে কামরুল ইসলাম প্রকাশ মো. শিপন (৩২)।

ওসি জানান, উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে উন্নত জীবনের আশায় মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম কচ্চপিয়া কবরস্থান সংলগ্ন পাহাড়ের ওপর আব্দুল আমিনের অস্থায়ী তাবুতে আবদ্ধ করে রাখেন কিছু রোহিঙ্গা নাগরিক। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার পুলিশের টিম মানব পাচার কারিদের আস্তানায় অভিযান করে তাদের উদ্ধার করেন।

ভিকটিমদের বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন। অন্যদিকে, আটক দালালদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।