রবিবার

,

৫ই জানুয়ারি, ২০২৫

বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থার খোঁজ-খবর নিতে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানস্থ তার বাসভবন ‘ফিরোজায়’ যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাক্ষাতের কথা জানিয়েছেন।

সেনাপ্রধান সস্ত্রীক সেখানে পৌঁছালে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর তাদের স্বাগত জানান।

ফিরোজায় প্রায় ৪০ মিনিট অবস্থান করেন সেনাপ্রধান। সেসময় তিনি সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

৭৯ বছর বয়সি বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন।