আমেরিকার নিউ অরলিয়েন্সে আইএসের পতাকা উড়িয়ে চলন্ত পিকআপ উঠিয়ে দেয়ার ঘটনায় নিহত বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। হামলাকারী শামসুদ-দীন জব্বারও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তাঁর ছবি প্রকাশ করেছে এফবিআই। টেক্সাসের বাসিন্দা জব্বার আফগানিস্তানে আমেরিকার বাহিনীর হয়ে যুদ্ধ করেছেন। এঘটনায় ‘একাধিক ব্যক্তি জড়িত’বলছে পুলিশ।
আমেরিকার নিউ অরলিয়েন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে নববর্ষ উদযাপনকালে ভিড়ের মধ্যে পিকআপ ট্রাক দিয়ে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আইন প্রয়োগকারী কর্মকর্তারা এবিসি নিউজকে জানিয়েছেন, নববর্ষ উদযাপনের জন্য বিখ্যাত রাস্তাটির তিনটি ব্লকে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে বহু লোককে চাপা দেয়ার পর শামসুদ্দিন জব্বার (৪২) একটি অ্যাসল্ট রাইফেল নিয়ে ট্রাক থেকে নেমে পুলিশ কর্মকর্তাদের উপর গুলি চালায়। এরপর পাল্টা গুলি চালালে টেক্সাস থেকে আসা অ্যামেরিকান নাগরিক জব্বার নিহত হন।
এতে অন্তত দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। লুইজিয়ানার রিপাবলিকান প্রতিনিধি ট্রয় কার্টার স্থানীয় সময় বুধবার বিকেলে এবিসি নিউজকে বলেন, এ ঘটনায় নিহতের সংখ্যা ১০ থেকে বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। তিনি আরও জানান, আহত অবস্থায় আরও ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে জব্বার এই ঘটনার জন্য এককভাবে দায়ী তা মনে করছে না এফবিআই। সংস্থাটির ধারণা, এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। একাধিক আইন প্রয়োগকারী সূত্র এবিসি নিউজকে জানিয়েছে, বোরবন স্ট্রিটে ঘটনাস্থল এবং তার আশপাশে পাওয়া ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসগুলো (ইআইডি) কার্যকর ছিল। তদন্তকারীরা শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে আরও বিস্ফোরকের জন্য তল্লাশি চালাচ্ছেন।
এফবিআই জানিয়েছে, গাড়িতে অস্ত্রসহ আইএসের একটি পতাকা পাওয়া গেছে এবং তদন্তকারীরা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সন্দেহভাজনের সংযোগ খতিয়ে দেখার চেষ্টা করছেন। হামলার সময় বোরবন স্ট্রিটে ব্যারিকেড ছিল কিনা তা তদন্ত করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো।
ঘটনাস্থলে দুটি বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে এবং সেগুলোকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে এফবিআই। সন্দেহভাজনের পিকআপ ট্রাকটি ভাড়া করা। শেষবার ট্রাকটি মঙ্গলবার টেক্সাসে দেখা গেছে বলে ধারণা আইন প্রয়োগকারী সংস্থার। তবে সন্দেহভাজন ব্যক্তি সেই সময় গাড়িতে ছিলেন কিনা তা স্পষ্ট নয়।