মঙ্গলবার

,

৭ই জানুয়ারি, ২০২৫

চিত্রনায়িকা অঞ্জনার মৃত্যুতে আশা গ্রুপের সিইও আকাশ রহমানের শোক প্রকাশ

এটিভি ইউএসএ অনলাইন
ছবি: এটিভি ইউএসএ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা অঞ্জনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নিউইয়র্কে প্রতিষ্ঠিত আশা গ্রুপ ও এটিভি ইউএসএ’র সিইও আকাশ রহমান। উল্লেখ্য, শুক্রবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অঞ্জনা মারা যান। তাঁর মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
এক শোক বার্তায় আকাশ রহমান বলেন, অঞ্জনা রহমান অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। নিজ কর্মের মাধ্যমে মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন অঞ্জনা।
শোকবার্তায় আশা গ্রুপ অব কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান, অঞ্জনার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।