২০২৪ সালে বন্দুকের গুলিতে প্রাণ ঝরেছে ১৬ হাজার ৫৭৬ আমেরিকানের। অর্থাৎ, গড়ে দৈনিক মৃত্যু হয়েছে ৪৫ জনের বেশি মানুষের।
এর মধ্যে শিশু-কিশোরের সংখ্যা ৫ হাজার ১৫১ জন। পুলিশের গুলিতে নিহত হয়েছে ১ হাজার ১৩৩ জন। আগের বছরের তুলনায় নিহতের সংখ্যা কিছুটা কমলেও বন্দুক সহিংসতা নিয়ে বিরাজিত উদ্বেগ আদৌ কমেনি।
বন্দুক সহিংসতার তথ্য সংরক্ষণকারী ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ সূত্রে জানা গেছে, আগের বছরের তুলনায় বন্দুক সহিংসতায় নিহতের সংখ্যা কমেছে ১২ শতাংশ। একইভাবে পুলিশের গুলিতে নিরস্ত্র আমেরিকানের প্রাণ ঝরার সংখ্যাও কিছুটা কমেছে।
সরকারি সূত্রে জানা গেছে, ২০২৩ সালে আমেরিকায় বন্দুক বিক্রি হয়েছে এক কোটি ৩৬ লাখ।
সম্প্রতি দেশটিতে তিনটি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় নিহত হয়েছেন ১৬ জন। আহত হয়েছেন অনেকে। হামলাগুলোর মধ্যে কোনো যোগসাজশ আছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) তদন্তকারীদের। এ সন্দেহের সত্যতা যাচাইয়ে এরই মধ্যে কাজও শুরু করেছেন তাঁরা। এফবিআইয়ের পাশাপাশি এ ঘটনা তদন্ত করছে দেশটির পুলিশ।