মঙ্গলবার

,

১৪ই জানুয়ারি, ২০২৫

৯৫ মিলিয়ন ডলার জরিমানা দিতে হবে অ্যাপলকে

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

অ্যাপলের ডিজিটাল সহকারী সিরির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছিল আগেই। এবার গুণতে হচ্ছে মোটা অংকের জরিমানা। অ্যাপল সিরির মাধ্যমে ব্যবহারকারীদের গোপন কথোপকথন শুনছিল মামলার অভিযোগে বলা হয়েছে। পাঁচ বছর আগে ওঠা সেই মামলার নিষ্পত্তি করতে চায় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানটি। এজন্য ৯৫ মিলিয়ন ডলার জরিমানা দিতে হবে অ্যাপলকে।

এই মামলায় অভিযোগ করা হয়েছিল, অ্যাপলের ডিজিটাল সহকারী সিরিকে এমনভাবে তৈরি করা হয়েছিল, তা অ্যাপল ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন শুনতে পারত। সেই তথ্য তৃতীয় পক্ষের সঙ্গে ভাগ করে নিত অ্যাপল। ব্যবহারকারীদের অজ্ঞাতেই অ্যাপলের ভয়েস অ্যাসিট্যান্ট সিরি সমস্ত কথোপকথন রেকর্ড করে ফেলত। বিশেষত বিজ্ঞাপনদাতাদের কাছে ব্যক্তিগত তথ্য তুলে দেওয়ার অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়েছিল।

জরিমানার তহবিল থেকে সর্বাধিক ২০ ডলার দেওয়া হবে আইফোন, আইপ্যাড ও অ্যাপ‌লের যন্ত্র ব্যবহারকারীদের।

‘হে সিরি’ বলার সঙ্গে সঙ্গেই সক্রিয় হতো সিরি। তথ্যপ্রযুক্তি সংস্থাটি মামলাটি মিটিয়ে ফেললেও তারা কোনও ভুল স্বীকার করেনি। তবুও জরিমানা পরিশোধের শর্ত মেনে নিয়ে ব্যবহারকারীদের আস্থা ফেরাতে পদক্ষেপ নিয়েছে সংস্থা।