বৃহস্পতিবার

,

৯ই জানুয়ারি, ২০২৫

ফ্লোরিডায় বিমানের ভেতর দুই জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার ফ্লোরিডায় ফোর্ট লডারডেইল-হলিউড বিমানবন্দরে একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টের ভেতর থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানের নিরাপত্তা যখন প্রশ্নবিদ্ধ, ঠিক সে সময়ে এমন একটি ঘটনা জনমনে উদ্বেগের জন্ম দিয়েছে।

সোমবার সন্ধ্যায় অবতরণ করা জেটব্লু বাণিজ্যিক বিমানের ল্যান্ডিং গিয়ারের ভেতরে দুই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। উড়োজাহাজটি পরিচালনা করতো জেটব্লু এয়ারওয়েজ। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইউএসএ টুডে।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ফ্লোরিডায় অবতরণের পর উড়োজাহাজে নিয়মমাফিক পরিদর্শন চালানোর সময় মরদেহ দুটি উদ্ধার করা হয়। কীভাবে ওই দুই ব্যক্তি বিমানে প্রবেশ করেছিলেন এবং সেখানে কী ঘটেছিল, তা এখন তদন্তাধীন বলেও জানিয়েছে বিমান সংস্থাটি।

এ বিষয়ে সংবাদমাধ্যম ইউএসএ টুডে জেটব্লু’র মন্তব্য চাইলেও, তাৎক্ষণিকভাবে জবাব দেয়নি সংস্থাটি।

স্থানীয় ব্রোয়ার্ড শেরিফের অফিস এবং মেডিকেল পরীক্ষকেরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্রাওয়ার্ড কাউন্টির শেরিফ ডিপার্টমেন্ট এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

মৃতদেহ উদ্ধারের ঘটনায় জেটব্লুর পক্ষ থেকে বলা হয়েছে, ‘এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, যাতে এই ঘটনার প্রকৃত কারণ জানা যায়।’

এদিকে, বিমানের ল্যান্ডিং গিয়ারে কীভাবে ওই দুই ব্যক্তির মৃত্যু হলো তা জানা যায়নি।