২০২৪ সালে ইরানে বিভিন্ন ধরনের অপরাধে অভিযুক্ত ৯০০ জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে গত ডিসেম্বরের এক সপ্তাহেই ৪০ জনকে ফাঁসিতে ঝুলিয়েছে দেশটি।
গতকাল মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ফলকার টুর্ক ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের এ পরিসংখ্যান তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘এটি অত্যন্ত উদ্বেগজনক যে, আমরা ইরানে বছরের পর বছর ধরে মৃত্যুদণ্ডের শিকার লোকজনের সংখ্যায় আবারও বৃদ্ধি দেখতে পাচ্ছি।’
তিনি বলেন, ‘ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের এ ক্রমবর্ধমান বৃদ্ধি ঠেকানোর এটাই সময়।’
দেশটিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারীদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। নরওয়ে-ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা নিবিড় পর্যবেক্ষণে রাখে। সোমবার এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, ইরানে ২০২৪ সালে কমপক্ষে ৩১ জন নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
ইরানে হত্যা, মাদক পাচার, ধর্ষণ এবং যৌন নির্যাতনসহ বড় ধরনের অন্যান্য অপরাধের ঘটনায় মৃত্যুদণ্ডের সাজার বিধান রয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, বিশ্বে প্রত্যেক বছর চীনের পর সর্বোচ্চসংখ্যক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।