বৃহস্পতিবার

,

৯ই জানুয়ারি, ২০২৫

দ্য লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসা নিতে লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ থেকে আগেই ভর্তির সকল ব্যবস্থা করে রাখায় দ্রুত তাঁর চিকিৎসা শুরু হয়েছে। এখন কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের সিদ্ধান্ত অনুয়ায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় সময় জানুয়ারির ৮ তারিখ সকালে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে খালেদা জিয়াকে স্বাগত জানান তার ছেলে তারেক রহমান। সাত বছর পর মা ও ছেলের এই সাক্ষাতে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো। যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খান এবং যুক্তরাজ্য বিএনপির শীর্ষস্থানীয় নেতারাও বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান।

 

 

তারেক রহমান বিমানবন্দরের চতুর্থ টার্মিনালের রয়্যাল ভিভিআইপি গেট দিয়ে বের হয়ে, নিজে গাড়ি চালিয়ে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়ে হাসপাতালে পৌঁছান। এ সময় তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান তাঁদের সঙ্গে ছিলেন।

হাসপাতালে পৌঁছানোর পর বাংলাদেশ থেকে খালেদা জিয়ার সঙ্গে আসা চিকিৎসকেরা যুক্তরাজ্যের ‘দ্য লন্ডন ক্লিনিকের’ চিকিৎসকদের কাছে খালেদা জিয়াকে কাগজপত্রসহ বুঝিয়ে দেন। প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা ও কাগজপত্র দেখে বিএনপির চেয়ারপার্সনকে হাসপাতালে ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর (খালেদা জিয়ার) লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, লিভার প্রতিস্থাপনের পর পুরো চিকিৎসায় দুই মাসের মতো লেগে যেতে পারে।

লন্ডনের ‘দ্য লন্ডন ক্লিনিক’ এ কিছুদিন চিকিৎসা নেওয়ার পর বিশেষ প্রয়োজন হলে আমেরিকার মেরিল্যান্ডের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। কারণ, ২০২৩ সালের অক্টোবরে আমেরিকা থেকে ঢাকায় আসা জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার শরীরে রক্তনালিতে সফল অস্ত্রোপচার হয়েছিল।

উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। লন্ডনের উদ্দেশে যাত্রার আগে তিনি দেশবাসীর কাছে তার সুস্থতায় দোয়া চেয়েছেন।