ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসের উপকণ্ঠে জ্বলতে থাকা পাঁচটি দাবানল শহরটিকে প্রায় ঘিরে ধরেছে। একটি দাবানলে এরিমধ্যে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহত হয়েছেন আরও অনেকে। দুর্যোগ মোকাবেলা তদারকির জন্য আসন্ন ইটালি সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজ জানিয়েছে, ইটালি সফরের বদলে ক্যালিফোর্নিয়ার দাবানলগুলোর বিষয়ে ফেডারেল কর্তৃপক্ষের পূর্ণ সাড়া নিশ্চিতে মনোযোগ দিতে চান প্রেসিডেন্ট।
দ্রুতগতিতে দাবানল ছড়িয়ে পড়া ঠেকাতে হিমশিম খাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা। বিবিসির খবরে বলা হয়েছে, আমেরিকার লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর চারটা পর্যন্ত পাঁচটি এলাকায় আগুন জ্বলছিল। এখান থেকে ১ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।
আমেরিকার গণমাধ্যমের খবর অনুযায়ী, সবচেয়ে বড় দাবানলটি জ্বলছে প্যালিসেডস অঞ্চলে। দ্বিতীয় বৃহত্তম দাবানলটি জ্বলছে ইটন অঞ্চলে। সানসেট, হার্স্ট ও লিডিয়া এলাকাতেও এখনো আগুন জ্বলছে।
প্যালিসেডসের প্রায় ১৭ হাজার ২৩৪ একর জমি পুড়ে গেছে। এ অঞ্চলের দাবানল এখনো নিয়ন্ত্রণে আসেনি। ইটন অঞ্চলে পুড়ে গেছে প্রায় ১০ হাজার ৬০০ একর জমি। এখানেও এখনো দাবানল নিয়ন্ত্রণে আনার পরিমাণ শূন্য। হার্স্ট অঞ্চলে পুড়েছে প্রায় ৮৫৫ একর জমি। এখানে ১০ শতাংশ দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। লিডিয়ায় পুড়েছে প্রায় ৩৪৮ একর জমি। এখানে ৪০ শতাংশ দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সানসেটে পুড়েছে প্রায় ৪৩ একর। এই অঞ্চলের দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
দাবানলে এরই মধ্যে প্রায় দুই হাজার অবকাঠামো ধ্বংস হয়েছে। এসব অবকাঠামোর মধ্যে এ তালিকাভুক্ত তারকাদের অনেক বাড়িঘর রয়েছে। এই তালিকাভুক্ত তারকাদের মধ্যে অভিনেত্রী প্যারিস হিলটন ও রিকি লেকের বাড়ি অন্যতম। অন্যদিকে ধ্বংস হওয়া অবকাঠামোর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঝোড়ো বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা বেশ কঠিন হয়ে পড়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থার একজন প্রধান বিবিসিকে বলেছেন, এখন অবধি আগুন নিয়ন্ত্রণে আনার ‘কোনো সম্ভাবনা নেই’।
দাবানল নিয়ন্ত্রণের ঘটনা তদারকি করতে প্রেসিডেন্ট জো বাইডেন ইতালি সফর বাতিল করেছেন।
বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি আগুন থেকে রেহাই পেয়েছে কি না, তা জানতে উদগ্রীবভাবে অপেক্ষা করছেন। স্যাটেলাইটে ধরা পড়া ছবিতে ধ্বংসযজ্ঞের মাত্রা দেখা যাচ্ছে।
গত মঙ্গলবার থেকে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে দাবানল শুরু হয়।