মঙ্গলবার

,

১৪ই জানুয়ারি, ২০২৫

লাস ভেগাসে শেষ হলো প্রযুক্তি মেলা সিইএস

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার লাস ভেগাসে চলা জমজমাট কনজ্যুমার ইলেকট্রনিক্স শো বা সিইএস ২০২৫ শেষ হলো। প্রতিবছরের মতো এবারও প্রযুক্তি পণ্যের পসরা সাজিয়েছিল বিশ্বের টেক জায়ান্টগুলো। বিশ্বের বড় প্রযুক্তি মেলাটিতে এবার ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার আধিপত্য।

প্রতিবছর প্রযুক্তির ভবিষ্যৎ রূপরেখা প্রণয়ন করতেই এখানে জড়ো হয় বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এআই চালিত রোবট ও কম্পিউটার থেকে শুরু করে স্বাস্থ্য প্রযুক্তির নানা দিক নিয়ে দর্শনার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। সেইসাথে প্রদর্শনীতে ছিল বৈদ্যুতিক গাড়ি, অত্যাধুনিক ল্যাপটপ, স্মার্ট ফোন, ভিআরসহ বিভিন্ন পণ্যের ডিসপ্লে।

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য সুখবর দিয়েছে টেক জায়ান্ট এনভিডিয়া। অত্যাধুনিক একটি এআই সুপার কম্পিউটার এনেছে প্রতিষ্ঠানটি।

এনভিডিয়া সিইও জেনসেং হুয়াহু বলেন, ‘এটাই এনভিডিয়ার সর্বশেষ সুপার কম্পিউটার। যা মার্কেটে প্রজেক্টস ডিজিটস নামে পরিচিত।’

এ বছর প্রায় সাড়ে ৪ হাজার নির্মাতা প্রতিষ্ঠান সিইএসে অংশ নেয়। যেখানে প্রায় ১৪০০টি স্টার্টআপ এতে অংশ নিয়েছে।