বৃহস্পতিবার

,

৬ই ফেব্রুয়ারি, ২০২৫

উত্তর কোরীয় দুই সেনাকে যুদ্ধবন্দি করেছে ইউক্রেন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে উত্তর কোরিয়ার দুই সৈন্যকে আটক করার দাবি করেছে ইউক্রেন। শনিবার এই তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের।

তিনি জানান, আটক দুই উত্তর কোরীয় সেনাকে “প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা” দেয়া হচ্ছে। তারা কিয়েভে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসবিইউ) এর হেফাজতে আছেন।

জেলেনস্কি বলেছেন, তিনি উত্তর কোরিয়ানদের ধরে আনার জন্য ইউক্রেনীয় প্যারাট্রুপার এবং বিশেষ অভিযান বাহিনীর সৈন্যদের প্রতি “কৃতজ্ঞ”।

তিনি আরও বলেন, “এটি কোনও সহজ কাজ ছিল না”। তার দাবি, রাশিয়ান এবং উত্তর কোরিয়ার সৈন্যরা সাধারণত আহত উত্তর কোরিয়ানদের “ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার জড়িত থাকার প্রমাণ মুছে ফেলার জন্য” মৃত্যুদণ্ড দেয়।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার পর প্রথমবারের মতো ইউক্রেন উত্তর কোরিয়ার সৈন্যদের জীবিত আটকের ঘোষণা দিল।

টেলিগ্রাম এবং এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, যে সৈন্যরা (উত্তর কোরিয়ার) এসবিইউ তদন্তকারীদের সাথে কথা বলছিল এবং তিনি ইউক্রেনের নিরাপত্তা পরিষেবাকে সাংবাদিকদের তাদের কাছে প্রবেশাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

জেলেনস্কির দাবি, কী ঘটছে সে সম্পর্কে বিশ্বের সত্য জানা দরকার।

জেলেনস্কি দুই আহত ব্যক্তির ছবিও পোস্ট করেছেন। কিন্তু তারা উত্তর কোরিয়ান কিনা তার প্রমাণ দেননি।

একটি ছবিতে মঙ্গোলিয়া সীমান্তবর্তী রাশিয়ার টাইভা অঞ্চলের ২৬ বছর বয়সী এক যুবককে রাশিয়ান সেনাবাহিনীর একটি পরিচয়পত্র দেওয়া হয়েছে।

কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে রাশিয়া উত্তর কোরিয়ার যোদ্ধাদের ভুয়া পরিচয়পত্র দিয়ে লুকিয়ে রেখেছে।