মঙ্গলবার

,

১৪ই জানুয়ারি, ২০২৫

সিইএস ২০২৫-এ নজর কেড়েছে যেসব নতুন প্রযুক্তি পণ্য

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সিইএস নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ থাকে সারা বছর। বছরের শুরুতেই আমেরিকার লাস ভেগাসে হয়ে গেল কনজিউমার ইলেকট্রনিকস শো সিইএস ২০২৫। নতুন জিপিইউ, চার্জিং সিস্টেম, টিভি, গৃহস্থালি ইলেকট্রনিকস পণ্য থেকে শুরু করে নতুন গাড়ি নিয়েও হাজির হয়েছিলেন পুরো বিশ্বের হাজারো প্রযুক্তি নির্মাতা। কী ছিল সেসব প্রযুক্তি, কয়েকটি পণ্য সম্পর্কে আসুন জেনে নিই।

এনভিডিয়া আরটিএক্স ৫০০০
নতুন চারটি জিপিইউ উন্মোচন করেছে এনভিডিয়া; আরটিএক্স ৫০৯০, ৫০৮০, ৫০৭০টিআই এবং ৫০৭০। প্রতিটি জিপিইউর পারফরম্যান্সে বর্তমান ফ্ল্যাগশিপ ৪০৯০ থেকে বেশ উন্নত। জানুয়ারির শেষে বাজারে আসবে জিপিইউগুলো। মূল্য যথাক্রমে এক হাজার ৯৯৯, ৯৯৯, ৭৪৯ এবং ৫৪৯ মার্কিন ডলার।

সোলিক্স সোলার
ছাতাকেই সোলার প্যানেল হিসেবে ব্যবহার করে অ্যাংকার তৈরি করেছে চার্জিং সিস্টেম ‘সোলিক্স সোলার’। চার্জারটির ছাতা অংশের কাপড়ের মধ্যে পেরোভস্কাইট সোলার সেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হয়েছে। ফলে সূর্যালোক থেকেই ফোন, ট্যাবলেট ও ল্যাপটপ চার্জ দেওয়া যাবে। সোলিক্স সোলার সর্বোচ্চ ১০০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।
সাগরের পাড়ে অথবা পিকনিক বা ক্যাম্পিংয়ের সময় সরাসরি মাটিতে পুঁতে ব্যবহার করা যাবে সোলিক্সের ছাতা। এ বছরের শেষভাগে সেটি বাজারে আসবে।

এলজি অ্যারোক্যাট টাওয়ার
বাতাস পরিশোধনের এক অদ্ভুত এয়ার পিউরিফায়ার তৈরি করেছে এলজি। উঁচু আসবাবের ওপর উঠে বসে থাকা বিড়ালের স্বভাব, তাই এয়ার পিউরিফায়ারের ডিজাইনের মধ্যেই তারা রেখেছে বিড়ালের ঘুমানোর জন্য বিছানা। বরাবরই উদ্ভট ডিজাইনের প্রযুক্তিপণ্য তৈরি করে এলজি, অ্যারোক্যাট টাওয়ার তারই নিদর্শন। মূল্য বা বাজারে আসার তথ্য জানা যায়নি।

স্যামসাং ‘দ্য ফ্রেম প্রো’ টিভি
ফ্যাশনেবল টিভির তালিকার শীর্ষে আছে স্যামসাং-এর টিভি দ্য ফ্রেম। ফ্রেমে বাঁধাই করা চিত্রকর্মের আদলে তৈরি টিভি ‘দ্য ফ্রেম’ সিরিজের নতুন মডেল ‘দ্য ফ্রেম প্রো’ প্রদর্শন করছে স্যামসাং। মিনি এলইডি প্রযুক্তির প্যানেলসমৃদ্ধ টিভিটি বন্ধ অবস্থায় চিত্রকর্ম ডিসপ্লে করে, যাতে ঘরের ইন্টেরিয়রের অংশ হিসেবে মিশে যায় সেটি।

হ্যালিডে স্মার্টগ্লাস
হেডসেট নয়, সাধারণ চশমার মধ্যেই প্রযুক্তি বসিয়ে স্মার্টগ্লাস তৈরিতে মেটা ও রেব্যান বহু দূর এগিয়েছে। এবার হ্যালিডে তৈরি করেছে এনহানসড স্পেকটাকেলস। এর মধ্যে আছে ক্ষুদ্র ‘ডিজিউইন্ডো ডিসপ্লে’, যা সরাসরি লেন্সের মধ্যেই টেক্সট ডিসপ্লে করবে। ভয়েস কন্ট্রোল অথবা স্মার্টরিংয়ের মাধ্যমে ডিভাইসটি নিয়ন্ত্রণ করা যাবে। মূলত ফোনের নোটিফিকেশন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেখার জন্যই ডিভাইসটি তৈরি করা হয়েছে। মূল্য ৩৯৯ থেকে ৪৯৯ ডলার, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বাজারে আসবে।