বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

রিয়ালকে ৫ গোল দিয়ে সুপার কাপ জিতল বার্সেলোনা

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফের জ্বলে উঠল বার্সেলোনা। রবিবার সৌদি আরবের জেদ্দায় সুপার কাপের ফাইনালে ৫-২ ব্যবধানে প্রতিপক্ষ রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপ জিতল বার্সা। সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সা নিজেদের রেকর্ডটা আরো সমৃদ্ধ করলো।

এদিন ম্যাচের পঞ্চম মিনিটেই গোল করে রিয়ালকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। তারপর কেন যেন ছন্দপতন হয় দলটির খেলায়, খুঁজে পাওয়া যাচ্ছিল না তাদের রক্ষণভাগ। অন্যদিকে দলীয় প্রচেষ্টা, নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়া আর নির্ভুল ফিনিশিংয়ে একের পর এক গোল করতে থাকে কাতালান জায়ান্টরা।

ম্যাচের ২২তম মিনিটে দলকে সমতায় ফেরান লামিন ইয়ামাল। এরপর ৩৬তম মিনিটে পেনাল্টি থেকে লেভানডোভস্কির গোলে প্রথমবার এগিয়ে যায় বার্সেলোনা। তারপর ৩৯ ও ৪৮তম মিনিটে রাফিনিয়ার জোড়া গোল ও প্রথমার্ধের যোগ করা দশম মিনিটে আলেহান্দ্রো বালদের গোলে ব্যাবধান ৫-১ করে ফেলে তারা।

দশজনের দলে পরিণত হওয়ার পর ৬০তম মিনিটে একটি গোল পরিশোধ করেন রদ্রিগো। এরপর বার্সেলোনা রক্ষণে মনোযোগ দিলে আর গোল করা হয়ে ওঠে না কোনো দলেরই। ফলে ৫-২ গোলে শেষ হয় ম্যাচ।

এর ফলে সুপার কাপ জয়ের পাশাপাশি চলতি মৌসুমে এখন পর্যন্ত দুবারের দেখায় দুবারই বড় ব্যবধানে চির প্রতিদ্বন্দ্বীদের হারাল বার্সেলোনা। গত ২৭ অক্টোবর লা লিগায় সান্তিয়াগো বের্নাবেউতে অনুষ্ঠিত প্রথম এল ক্লাসিকো ৪-০ গোলে হেরেছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

এদিকে, দায়িত্ব নেওয়ার পর বার্সেলোনাকে প্রথম শিরোপা জেতালেন হান্সি ফ্লিক। সেইসঙ্গে দুটি এল ক্লাসিকোতে ডাগআউটে থেকে দুটিই জিতলেন এই জার্মান কোচ।