দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। বৃহস্পতিবার রাত ২টায় মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। মুম্বাই পুলিশ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, সাইফ আলি খান এখন আশঙ্কামুক্ত।
বান্দ্রা এলাকার অভিনেতার বাড়িতে মধ্যরাতের এই ঘটনার পর খানকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে ছুরিকাঘাতে গুরুতর আহত বলিউড অভিনেতা সাইফ আলী খানের। এরপর অভিনেতাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
এক কর্মকর্তা জানিয়েছেন, অজ্ঞাত এক ব্যক্তি খানের বাড়িতে প্রবেশ করে এবং তাদের দু’জনের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। ঘটনার সময় অভিনেতার পরিবারের কিছু সদস্য বাড়িতে উপস্থিত ছিলেন।
ডাকাতির উদ্দেশ্য ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে তারা।
পুলিশের কর্মকর্তা জানান, সাইফকে ইচ্ছাকৃতভাবে ছুরিকাঘাত করা হয়েছে নাকি ডাকাতের সঙ্গে ধস্তাধস্তির জেরে তিনি আহত হয়েছেন তা এখনো জানা যায়নি।
বান্দ্রা থানার পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।